ফেসবুক অ্যাকাউন্ট

সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের সকলের জীবনেই  একপ্রকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। তাই নতুন নতুন ডিপিতে কে কি রিয়াক্ট করল, কে কি কমেন্ট করল কিংবা কোনো নোটিফিকেশন এল কিনা তা জানার জন্য সকলের চোখ জোড়াই সারাক্ষণ মোবাইল স্ক্রিনের ওপরেই ঘোরাফেরা করে। এই তথ্য হয়তো জানা নেই অনেকেরই। কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট তো আর ব্যাংক অ্যাকাউন্টের মত নয়, তাই  ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হলেও ফেসবুকের ক্ষেত্রে কিন্তু তেমন কেউ নমিনি হয় না। তাই স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে মানুষের মৃত্যু হলে কি হয় ফেসবুক অ্যাকাউন্টের?

মৃত্যুর পর প্রয়াত ব্যক্তির অ্যাকাউন্ট প্রথাগতভাবে অন্য কারও কাছে হাত বদলের কোন সুযোগ থাকে না। এক্ষেত্রে দেখা যায় মৃত ব্যক্তির পরিবার এবং বন্ধুবান্ধবরাই তাঁর অ্যাকাউন্ট সচল রাখার চেষ্টা করেন। তাঁর  পুরনো স্মৃতির মধ্য দিয়েই তাঁকে বাঁচিয়ে রাখেন নিজেদের মধ্যে।  তবে ফেসবুকের তরফ থেকেও জারি থাকে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথেই দিনের পর দিন মানুষ নেশাগ্রস্তের মতোই জড়িয়ে পড়ছেন ফেসবুকের সাথে।

তবে সব মুদ্রার উল্টো পিঠের মতোই এক্ষেত্রেও কিন্তু সুবিধা ও অসুবিধা দুইই রয়েছে। তাই প্রয়াত ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে জালিয়াতি করার সম্ভাবনাও কিন্তু থেকেই যায়। তাই এমন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়াত ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কে কিছু নির্দিষ্ট নিয়মের উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যদি কোন ব্যক্তির মৃত্যুর খবর ফেসবুকে আপডেট করা হয় সেক্ষেত্রে তাঁর পরিবার বা বন্ধুদের কেউ চাইলে অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারেন অথবা তারা চাইলে ওই প্রয়াত ব্যক্তির অ্যাকাউন্টটি নিজেরাই পরিচালনা করতে পারেন।

তবে যদি কেউ প্রয়াত ব্যক্তির অ্যাকাউন্ট মুছে ফেলতে চান তাহলে তা প্রথমে ফেসবুকে জানাতে হবে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই  ফেসবুক মৃত ব্যক্তির প্রোফাইল থেকে সমস্ত ফটো, কমেন্ট, মেসেজ সহ সমস্ত তথ্য মুছে ফেলবে। এরপর প্রয়াত ব্যক্তির স্মরণে ফেসবুকের তরফে একটি শোকবার্তা পোস্ট করা হবে। ফেসবুকের এই স্মৃতিকৃত প্রোফাইলগুলি তাঁদের বন্ধু-বান্ধব এবং পরিবারের জন্য  স্মৃতি সংগ্রহ এবং শেয়ার করার একটি জায়গা হয়ে থাকবে। তবে মাথায় রাখতে হবে শেয়ার করা বিষয়বস্তু শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিত  ব্যবহারকারীদের জন্যই থাকবে। অন্য কেউ চাইলেই এই প্রোফাইলে লগইন করতে পারবেন না। প্রয়াত ব্যক্তির অবর্তমানে তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবদের কাছে তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি স্মৃতির অ্যালবাম হিসেবে থেকে যায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *