রেলযাত্রীদের জন্য মারাত্মক দুঃসংবাদ! আজ থেকেই টানা ১৩ দিন বন্ধ রেল পরিষেবা, বাতিল একসঙ্গে ১০ জোড়া ট্রেন
বাতিল একসঙ্গে
১০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন!
আজ থেকেই
টানা ১৩ দিন বন্ধ রেল পরিষেবা!
স্তব্দ হাওড়া স্টেশন!
শুনশান যাত্রী আসন!
দেখা নেই ময়ূরাক্ষী এক্সপ্রেসের!
বিপদে হাজার হাজার যাত্রী!
দেখুন বাতিল হল কোন কোন ট্রেন?
কবে থেকে চালু হবে পরিষেবা?
রেল যাত্রীদের জন্য একের পর এক খারাপ খবর। কিছুদিন আগেই রেল লাইনে কাজ চলার কারণে বন্ধ ছিল পুরি রুটের একাধিক ট্রেন। সেই সময় এমন কিছু ট্রেন বাতিল হয়েছিল যার ফলে চরম সমস্যায় পড়েছিল অগণিত যাত্রী। রীতিমত থমকে গিয়েছিল বহু যাত্রীর দৈনন্দিন জীবনের মূল স্রোত। সেই রেশ কেটে ওঠার আগেই এবার অন্য আরেক রুটের মেরামতির জন্য় বাতিল আরও একগুচ্ছ ট্রেন। যা জানলেই কার্যত ভেঙে পড়বেন একাধিক রেলযাত্রী। কারণ এবার যে রুটের ট্রেন বাতিল হয়েছে, সেই রুটের যাত্রী সংখ্যা অনেক বেশি থাকে। প্রতিদিনই এই রুটে যাতায়াত করে বিশাল অঙ্কের যাত্রী। একই সাথে এবার ট্রেন বাতিলের সংখ্যা ও ট্রেন চলাচলের বন্ধ থাকার সময়সীমাও অনেকটাই বেশি। সব মিলিয়ে চাপের মুখে যাত্রীরা। অনেকের কাছেই এই তথ্য এখনও পৌঁছায়নি। কোন কোন ট্রেন বাতিল হয়েছে, কোন রুটের কাজ চলছে, কতদিন পরিষেবা স্থগিত থাকবে সেই সম্পর্কে জানেন না। ফলে না জেনে স্টেশনে চলে যাচ্ছেন বহু যাত্রী, গিয়ে টিকিট না পেয়ে পুনরায় ফেরত আসছেন। সময় ও শ্রম দুটোই অপচয়। তাই যাত্রীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয়, সেই জন্যই আজকের এই প্রতিবেদন। যেখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে, কোন কোন ট্রেন বাতিল, কতদিনের জন্য পরিষেবা বন্ধ সমস্ত খুঁটিনাটি তথ্য।
কোন রুটে কাজ চলছে?
রামপুরহাট এবং চাতরার মাঝে তৃতীয় লাইনের কাজ শুরু হয়েছে। সেই কারণেই এই রুটে বন্ধ থাকবে রেল চলাচল। রেল সূত্রে খবর, রেলের আয় বৃদ্ধি, যাত্রীদের সুবিধা এবং ট্রেনের গতি বাড়ানোর জন্য এই তৃতীয় লাইনের মেরামতি চলছে।
কদিন বন্ধ থাকবে পরিষেবা ?
পরিষেবা বন্ধ থাকবে টানা ১৩দিন। আজ অর্থাৎ ১৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রামপুরহাট চাতরা রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
কোন কোন ট্রেন বাতিল?
তারাপীঠ-বোলপুরগামী হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস
হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস
শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস
হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস
দিঘা-মালদহ এক্সপ্রেস
হাওড়া-জয়নগর
হাওড়া-সিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস
হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস
রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
মোট ১০টি ট্রেন বাতিল। এদিকে, যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফে এই রুটে বিশেষ কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এতগুলো ট্রেন বাতিল হওয়ার পর, বিশেষ ট্রেন চালিয়ে যাত্রী দুর্ভোগ দূর করা আদৌ সম্ভব কি?
Leave a Reply