দুর্গাপুজোয় লোকাল ট্রেনের জন্য দুর্দান্ত প্ল্যান রেল কতৃপক্ষের! ওলা, উবের, বাসও পাত্তা পাবে না লোকাল ট্রেনের কাছে, প্রকাশ্যে পুজো স্পেশ্যাল রেলওয়ের নতুন উদ্যোগ
দুর্গাপুজোয় লোকাল ট্রেনের জন্য
আকর্ষণীয় প্ল্যান রেল কতৃপক্ষের!
ওলা, উবের, বাসও পাত্তা পাবে না
লোকাল ট্রেনের কাছে!
সেইভাবেই তৈরি হচ্ছে রেলপরিষেবা!
সেজে উঠবে নতুনভাবে!
যাত্রীদের জন্য ২৪ ঘণ্টা রেডি থাকবে
প্রত্যেকটি লোকাল ট্রেন!
প্যান্ডেল হপিং, প্রতিমা দর্শন
হয়ে উঠবে আরও সহজ!
প্রকাশ্যে পুজো স্পেশ্যাল
রেলওয়ের নতুন উদ্যোগ!
সামনেই পুজো। পুজো মানেই প্যান্ডেল হপিং, ঘুরে ঘুরে ঠাকুর দেখা। আর ঠাকুর দেখা জন্য দর্শনার্থীদের ভরসা লোকাল ট্রেন। লোকাল ট্রেনে চেপে দর্শনার্থীরা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যান। পুজোর সময় লোকাল ট্রেনের মতন উপযোগী মাধ্যম খুব কম পাওয়া যায়। বাস, ওলা, উভের চেয়েও অল্প সময়ে, অল্প খরচে গন্তব্যে পৌঁছে দিতে ওস্তাদ লোকাল ট্রেন। তাই লোকাল ট্রেনের আলাদাই একটা ডিমান্ড থাকে। ফলে, পুজোর সময় লোকাল ট্রেনগুলোতে অনেক বেশি চাপও থাকে। যে কারণে যাত্রীদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই অত্যাধিক ভিড়ে ট্রেনে চাপতে পারেন না, কেউ কেউ ঠেলাঠেলির চাপে আহত, অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত চাপের কারণে ট্রেনের কামরাগুলোতেও বিশৃঙ্খলা তৈরি হয়। এই সমস্ত দিক খতিয়ে দেখে পুজোর সময় লোকাল ট্রেনগুলো নিয়ে বেশকিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কতৃপক্ষ। যা দর্শনার্থীরা জন্য বেশ আনন্দের খবর। শুনলে অনেকটাই স্বস্তি পাবেন। নতুন এই সিদ্ধান্তের ফলে, ঠাকুর দর্শনের ঝামেলা থেকেও রেহাই পাবেন। এক নজরে দেখুন নতুন সিদ্ধান্তগুলো-
এক, লোকাল ট্রেনের সংখ্যা বাড়বেঃ চলতি বছর দুর্গা পুজোয় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। কারণ ট্রেন কম থাকার কারণেই অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হয়। ট্র্যাফিক জ্যাম, দর্শনার্থীদের ব্যাপক ভিড় ইত্যাদি। লোকাল ট্রেনের সংখ্যা বাড়ালে অনেক সমস্যা কমে যাবে।
দুই, সারা রাত ট্রেন চলবেঃ গত বারের মতন এবারেও সারা রাত ট্রেন চলবে। অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর দেখতে আসেন। রাতে ট্রেন পরিষেবা না থাকার কারণে তাদের ফিরে যেতে সমস্যা হয়। স্টেশনে রাত কাটাতে হয়। তাদের জন্য সারা রাত ট্রেনের ব্যবস্থা করা হবে।
তিন, ট্রেনগুলোকে সাজিয়ে তোলা হবেঃ যেহেতু যাত্রীরা ট্রেনে করে এদিক ওদিক প্যান্ডেল দেখতে যাবেন, ফলে অনেকটা সময় ট্রেনেই কাটাবেন। তাই ট্রেনে যেটুকু সময় যাত্রীরা থাকবেন, সেটুকু সময় যাতে বোর না হয় সেই জন্য ট্রেনগুলোকে সাজানো হবে। ট্রেনের ভেতর এলইডি লাইট লাগানো হবে। লোকাল ট্রেনগুলোকে বিভিন্ন ছবি, নকশায় মুড়ে ফেলা হবে।ফলে সেগুলো দেখতে দেখতেই যাত্রীদের সময় কেটে যাবে।
Leave a Reply