প্রকাশ্যে এলো বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের নাম! তালিকায় ভারতের ধারে কাছে নেই পাকিস্তান-বাংলাদেশ, কত নম্বরে ভারত?
প্রকাশ্যে এলো
বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য
শহরের নাম!
২০২৩ সালের তালিকায়
বড়সড় বদল!
তালিকায় ভারতের ধারে কাছে নেই
পাকিস্তান-বাংলাদেশ!
কত নম্বরে ভারত?
কলকাতা শহরের নাম আছে কি?
বিশ্বজুড়ে একাধিক শহর রয়েছে। এর মধ্যে অধিক বসবাসযোগ্য শহর কোনটি সকলেরই জানতে ইচ্ছে করে নিশ্চয়। এবার সেই তালিকা প্রকাশ্যে এনেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর একটি সমীক্ষা। যেখান জানা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের নাম ও পরিচয়। শিক্ষা, স্বাস্থ্য, স্থায়িত্ব, অবকাঠামো, পরিবেশ, জীবন যাত্রার মান, নিরাপত্তা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় ঠাঁই পেয়েছে ভারতেরও নাম। তবে প্রথম দশে ঠাঁই পাইনি। প্রথম দশে ঠাঁই না পেলেও খারাপ স্থানে নেই ভারত। পাকিস্থান ও বাংলাদেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে ভারত। ভারতের অবস্থান জানার আগে সবার প্রথমে দেখুন প্রথম দশে রয়েছে, কোন ১০টি দেশ রয়েছে। একনজরে দেখুন-
ভিয়েনা, কোপেনহগ, মেলবার্ন, সিডনি, কালগারি, ভানকউভার, টরন্টো, ওসাকা সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দুটি শহর।
প্রথম দশে ভারতের নাম নেই। ভারতের স্থান ৪৫ থেকে ৫০ এর মধ্যে। ভারতের ৪টি শহরের নাম ঠাঁই পেয়েছে তালিকায়। যথাক্রমে – নয়া দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরু। এই শহরগুলো বসবাসের জন্য অনেক বেশি উপযুক্ত বলে দাবি করছে সমীক্ষাটি। কিন্তু দুঃখের বিষয় বসবাসের জন্য উপযুক্ত শহরের তালিকায় নাম নেই কলকাতার। তিলোত্তমা কলকাতার নাম নেই দেখে কিছুটা হলেও মন খারাপ বঙ্গবাসীর। এদিকে, ভারতের ধারে কাছে নেই বাংলাদেশে, পাকিস্থান। ১৬৭তম স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। পাকিস্তানের করাচি ও লাহোরের অবস্থান একেবারে শেষের দিকে। সব মিলিয়ে দেখতে গেলে ভারতের অবস্থান খুব একটা অসন্তোষজনক নয়।
Leave a Reply