বন্দে ভারতকে টেক্কা দিতে নয়া রুপে রাজধানী এক্সপ্রেস! চালু হলো আরও ১টি রাজধানী এক্সপ্রেস, ছুটবে কোন কোন রুটে?

বন্দে ভারতকে টেক্কা দিতে নয়া রুপে রাজধানী এক্সপ্রেস! চালু হলো আরও ১টি
রাজধানী এক্সপ্রেস, ছুটবে কোন কোন রুটে?

বন্দে ভারতকে টেক্কা দিতে
চালু হলো আরও ১টি
রাজধানী এক্সপ্রেস!

সেজে উঠেছে
নয়া রুপে!

আরও বেশি উন্নত
আরও বেশি নজরকাড়া!

ছুটবে কোন কোন রুটে?
কি কি পরিষেবা থাকবে?

বন্দে ভারত নিয়ে অনেক তো মাতামাতি হল। এবার বন্দে ভারত নিয়ে আলোচনার দিন শেষ হওয়ার পালা। কারণ বন্দে ভারতকে টেক্কা দিতে মাঠে নামছে ভারতের জনপ্রিয় পুরনো এক্সপ্রেস ট্রেন রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটিকে কেন্দ্র করে, রেল যাত্রীদের দুর্দান্ত সুখবর শোনাল কেন্দ্রীয় রেল মন্ত্রী। এবার আরও একটি নতুন রাজধানী এক্সপ্রেস চালু করেছে রেলওয়ে কতৃপক্ষ। যেটি অনেক বেশি আধুনিক ও মডার্ন। সম্প্রতি নতুন রাজধানী এক্সপ্রেসটির উদ্বোধন সম্পন্ন করেছে রেলওয়ে কতৃপক্ষ।

কোথায় কোথায় পরিষেবা দেবে এই ট্রেন?

নতুন রাজধানী এক্সপ্রেসটি, নতুন দিল্লি থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাতায়াত করবে। একই ভাবে ভুবনেশ্বর থেকে নতুন দিল্লি যাতায়াত করবে। মোট ১৩ টি স্টেশনে স্টপেজ দেবে। যে সব স্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল-

কটক, ভদ্রক, বালাসোর, হিজলি, টাটা নগর জংশন, মুরি, বোকারো স্টিল সিটি, এনএসসি বোস জে গোমোহ, কোডারমা জংশন, গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন এবং কানপুর সেন্ট্রাল।

নতুন দিল্লি থেকে ভুবনেশ্বরের দূরত্ব ১৮০১ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে নতুন রাজধানী এক্সপ্রেসের সময় লাগবে ২৪ ঘন্টা ২৫ মিনিট। নতুন এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলবে।

কি কি থাকছে এই নতুন ট্রেনটিতে?

নতুন রাজধানী এক্সপ্রেসটিতে থাকছে, তেজস এক্সপ্রেসের কোচ। ফলে যাত্রীরা অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন। নিরাপত্তা পাবেন। একই সাথে এই নতুন এই ট্রেনটিতে থাকছে ইলেক্ট্রো-নিউমেটিক অ্যাসিস্টেড ব্রেক, অটোমেটিক দরজা, বায়ো-টয়লেট, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ডিজিটাল ডেস্টিনেশন বোর্ড, ইলেকট্রনিক প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট, ওয়াই ফাই সহ অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা।

রাজধানী এক্সপ্রেস অত্যাধিক চাহিদাসম্পন্ন একটি ট্রেন। বেশিরভাগ যাত্রীদের কাছেই পছন্দের তালিকায় প্রথমেই থাকে এই ট্রেনটি। স্বাভাবিকভাবেই নতুন আরেকটি রাজধানী এক্সপ্রেস চালু হওয়ায় খুশিতে আত্মহারা রেলযাত্রীরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *