মাত্র হাজার টাকা খরচ করে আজীবনের জন্য কমিয়ে ফেলুন ইলেকট্রিক বিল! মেশিনের পাশে বসান ছোট্ট ১টি ম্যাজিক ডিভাইস

মাত্র হাজার টাকা খরচ করে আজীবনের জন্য কমিয়ে ফেলুন ইলেকট্রিক বিল! মেশিনের পাশে বসান ছোট্ট ১টি ম্যাজিক ডিভাইস

মাত্র হাজার টাকা খরচ করে
আজীবনের জন্য কমিয়ে ফেলুন
ইলেকট্রিক বিল!

মেশিনের পাশে বসান
ছোট্ট ১টি ম্যাজিক ডিভাইস!

যা হু হু করে কমাবে
ইলেকট্রিক বিল!

ম্যাজিকের মতো বাঁচাবে
কারেন্ট খরচ!

কি নাম এই ডিভাইসটির?
কোথায় পাবেন?

আমজনতার ঘাড়ে সারা বছরের বোঝা, ইলেকট্রিক বিল। এই চক্করে নাজেহাল সাধারণ মানুষ। ইলেকট্রিক বিলের অঙ্ক বেশি আসার আতঙ্কে ঘুম হয় না মধ্যবিত্ত মানুষের। তাই বিল কমানোর উপায় খোঁজেন সকলেই। আপনাদের জন্যই আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদন দেখার পর আপনাকে ইলেকট্রিক বিল নিয়ে আর মাথা ঘামাতে হবে না। আজকে আপনাদের জানাব, খুব সহজ টোটকায় বাড়ির ইলেকট্রিক বিল কমিয়ে অর্ধেক করার গোপন টোটকা। এর জন্য আপনাকে জটিল কোনও কাজ করতে হবে না। ছোট্ট একটি সহজ কাজ করলেই হবে। আপনাকে একটি ডিভাইস ইনস্টল করতে হবে। যার দামও খুব একটা বেশি নয়। নামমাত্র খরচ।

ডিভাইসটির নাম স্টেবিলাইজার। এই জাদুকরী ডিভাইসটি আপনার বিদ্যুৎ বিল কমিয়ে আনবে। একই সাথ এটি আপনার এসি, ফ্রিজ এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতিকেও নিরাপদে রাখবে।
এই ডিভাইসটির মূল কাজ, ভোল্টেজ ঠিক রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করা। ভোল্টেজের অত্যাধিক আপ ডাউন বিদ্যু বিল বাড়িয়ে দেয়। অনেক বাড়িতে ঘন ঘন ভোল্টেজ আপ-ডাউন হয়। ফলে বাড়ির ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয়ে যায়। সাথে বিলও আসে হেচকে। স্টেবিলাইজার নামক ডিভাইসটি এই সমস্যার ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা দেয়। এটি বাড়ির ভোল্টেজকে নিয়ন্ত্রণ রেখে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিকে রক্ষা করে। একই সাথে ইলেকট্রিক বিলের বাড় বাড়ন্তকে থামিয়ে দায়।

কিভাবে কাজ করে এই ডিভাইস?

স্টেবিলাইজারে একটি ট্রান্সফরমার থাকে, যা একটি চুম্বক ক্ষেত্র তৈরি করে ভোল্টেজের আপ-ডাউনকে থামিয়ে দেয়। পাশাপাশি, অত্যাধিক বিদ্যুৎ বিলে লাগাম টানে। স্টেবিলাইজারগুলি বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। সাধারণত, ১ কিলোওয়াট থেকে শুরু হয়। তবে আপনি আপনার বাড়িতে কমপক্ষে ৫ কিলোওয়াট এর একটি স্টেবিলাইজার ইনস্টল করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। তারপরেই স্টেবিলাইজার লাগাবেন।

কোথায় পাবেন এই ডিভাইস?

আজকাল বিভিন্ন ই-কমার্স সাইটে বিভিন্ন ধরনের স্টেবিলাইজার পাওয়া যায়। তবে যেটাই কিনুন বুঝে শুনে, দেখে নিয়ে কিনুন। দাম হাজার টাকা থেকে শুরু। বিভিন্ন দামে পেয়ে যাবেন। তবে আবারও বলছি স্টেবিলাইজার লাগানোর আগে অবশ্যই ইলেক্ট্রিশিয়ানের সাথে কথা বলে তারপর লাগান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *