চন্দ্রযান ৩ নিয়ে আরও বড় আপডেট ইসরোর! চন্দ্রযান ৩ থেকে বিচ্ছিন্ন দুটি অংশ, ধীরে ধীরে গতি কমিয়ে চাঁদের পাড়ায়
চন্দ্রযান ৩ নিয়ে
আরও বড় আপডেট ইসরোর!
এই মুহূর্তে
চন্দ্রযান ৩ থেকে
বিচ্ছিন্ন দুটি অংশ!
ধীরে ধীরে গতি কমিয়ে
সোজা চাঁদের দুয়ারে!
সামনে এলো
লেটেস্ট আপডেট!
চাঁদের একেবারে গা ঘেঁষে চন্দ্রযান ৩। এই মুহূর্তে চাঁদের প্রায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি ভারতের চন্দ্রযান। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই বাস্তবায়িত হওয়ার পথে কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। পাখির পালকের মত আলতো করে চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ৩। লেটেস্ট আপডেট অনুযায়ী, এই মুহূর্তে চন্দ্রযান ৩ গতি কমিয়ে উল্টো পথে হাঁটছে। কারণ চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে। এর জন্য গতি কমাতে হবে। আগের মিশনগুলোতে, ল্যান্ডিং এর গতির কারণে ব্যর্থ হয়ে যায় চন্দ্র অভিযান। তাই আগের বারের মতন ভুল যাতে না হয়, তাই চন্দ্রযান ৩ এর গতি কমিয়ে সফট ল্যান্ডিং করানো হবে। ইতিমধ্যেই চন্দ্রযান-৩ এর মধ্যে থাকা, দুটি ইন্টিগ্রেটেড মডিউল বিভক্ত হয়ে গিয়েছে। আজ দুপুর ১ টা নাগাদ, বিজ্ঞানীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইন্টিগ্রেটেড মডিউল দুটিকে বিভক্ত করা হয়েছে। কোনও রকম ক্রুটি কিংবা সমস্যা হয়নি। বিনা বাঁধায় সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এই ইন্টিগ্রেটেড মডিউল দুটির মধ্যে, একটি অংশ হল প্রপালশন মডিউল। অপরটি ল্যান্ডার মডিউল।
সেপারেট হওয়ার পর, প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল দুটি কিছুটা দূরত্ব তৈরি করেছে। দুটোর মধ্যে যাতে আঘাত না লাগে তাই এরা দূরত্ব তৈরি করেছে। মডিউল দুটি কক্ষপথে চলতে শুরু করছে। চন্দ্রযান-৩ এখনও পর্যন্ত ৪টি পর্যায় সম্পন্ন করেছে। পঞ্চম পর্যায়েই প্রপালশন এবং ল্যান্ডার মডিউলের বিচ্ছেদ ঘটেছে। ২৩ আগস্ট পৌঁনে ছয়টায় অবতরণ করবে চাঁদের পাড়ায়। তখন হবে চন্দ্রযানের অষ্টম পর্ব। এই পর্যায়েই চূড়ান্ত হবে, ভারতের কপালে নতুন রেকর্ড জুড়বে কি না। সবকিছু ঠিকঠাক হলেই নতুন খেতাব অর্জন করবে ভারত। কারণ চন্দ্রযান ৩, চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে। চাঁদের এই অংশে এখনও পর্যন্ত কেউ যেতে পারেনি। চন্দ্রযান ৩ সফল হলে, ভারত হবে প্রথম।
Leave a Reply