এই মুহূর্তে লোকসভার ভোট হলে পশ্চিম বাংলায় কতগুলো আসন পাবে বিজেপি? সমীক্ষায় উঠে এলো, চাঞ্চল্যকর তথ্য

এই মুহূর্তে লোকসভার ভোট হলে পশ্চিমবাংলায় কতগুলো আসন পাবে বিজেপি? সমীক্ষায় উঠে এলো, চাঞ্চল্যকর তথ্য

এই মুহূর্তে লোকসভার ভোট হলে
পশ্চিম বাংলায় কতগুলো আসন পাবে
বিজেপি?

টিএমসিকে হারাতে
পারবে কি?

ঘাসফুল উপড়ে
ফুটবে কি পদ্মফুল?

সমীক্ষায় উঠে এলো
চাঞ্চল্যকর তথ্য!

সামনেই লোকসভার ভোট। সেই দিকে চোখ রেখেই গুঁটি সাজাচ্ছে শাসক ও বিরোধী শিবির। আসন্ন লোকসভার ভোটে বাংলাকে বিশেষভাবে টার্গেট করেছে বিজেপি। কারণ বাংলাকে বারে বারে হাতের মুঠোয় আনতে গিয়েও হাতে আনতে পারছে না বিজেপি। প্রত্যেক বার একটুর জন্য হলেও অধরা থেকে যাচ্ছে বাংলা। বাংলা থেকে ঘাসফুলকে উপড়ে ফেলে পদ্মফুল ফোটাতে মরিয়া ভারতীয় জনতা পার্টি। ২০১৯ সালের লোকসভা ভোটেও বাংলায় ঘাঁটি বাঁধতে ব্যর্থ হয়েছে বিজেপি। চলতি বছরেও পঞ্চায়েত নির্বাচনে সেভাবে খাতা খুলতে পারেনি বিজেপি। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয়, তাহলে বাংলার লোকসভায় মোট কতগুলো আসন পাবে বিজেপি? এই প্রশ্নের উত্তর জানিয়ে দিল টাইমস নাও ইটিজি চালিত একটি সমীক্ষা। এই সমীক্ষায় বিভিন্ন রাজ্য বিজেপি মোট কতগুলো আসন পেতে পারে সেই তত্ত্ব তুলে ধরা হয়েছে। সেখানে বাংলায় বিজেপির দাপট দেখলে অবাক হবেন।

এক নজরে দেখুন –

ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের ১৪টি আসনের মধ্যে বিজেপি পাবে ১০ থেকে ১২টি আসন। ইন্ডিয়া জোট পাবে ২ থেকে ৪টি আসন।

পশ্চিমবঙ্গঃ পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৬ থেকে ১৮টি আসন।

ওড়িশাঃ ওড়িশায় বিজেপি পেতে পারে ১২ থেকে ১৪টি আসন।

এগুলো তো গেল রাজ্যের হিসেব। গোটা দেশে যদি এই মুহূর্তে ভোট হয়, সেক্ষেত্রে বিজেপির অবস্থান কি হবে?

সেটাও জানিয়ে দিয়েছে সমীক্ষা। এই মুহূর্তে গোটা দেশে ভোট হলে, এনডিএ-র ঝুলিতে যেতে পারে ২৯৬ থেকে ৩২৬টি আসন। যা সংখ্যাগরিষ্ঠতার রেখাকে ছাপিয়ে যাবে। ফলে সহজে সরকার গড়তে সক্ষম হবে বিজেপি। সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিজেপি এবারও একাই ম্যাজিক ফিগার পার করে যেতে সক্ষম হবে। অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়ার পকেটে যেতে পারে, মাত্র ১৬০ থেকে ১৯০টি আসন। একজোট হলেও বিজেপিকে হারাতে অক্ষম হবে ইন্ডিয়া জোট। দেশের বেশিরভাগ রাজ্যে বিজেপির দাপট বাড়বে বলে দাবি করছে টাইমস নাও ইটিজির সমীক্ষা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *