গড়ুরা

KGF- সিনেমার খলনায়ক গড়ুরাকে কে না চেনেন। বক্স অফিসে মাইলস্টোন সৃষ্টিকারী এই দক্ষিণী সিনেমায় সুপারস্টার ইয়াসের চোখে চোখ রেখে গোটা সিনেমা জুড়ে দাপিয়ে অভিনয় করেছিলেন গড়ুরা অভিনেতা রামচন্দ্র রাজু। যদিও  KGF মুক্তি পাওয়ার কয়েক বছর আগেও তিনি ছিলেন শুধুমাত্র সুপারস্টার ইয়াসের একজন বডিগার্ডএবং ড্রাইভার। কিন্তু প্রথম সিনেমাতেই খলনায়কের চরিত্রে অভিনয় করে সমস্ত লাইন-লাইট কেড়ে নিয়েছেন পর্দার গড়ুরা। আসলে বহুদিন ধরেই অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল রামচন্দ্র রাজুর।  কিন্তু তথাকথিত নায়ক সুলভ সুদর্শন না হওয়ায় বারবার অডিশন দিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। জানা যায় ব্যর্থ হলেও প্রথমদিকে হাল ছাড়তে রাজি ছিল না রাজু। তাই সিনেমার শুটিং হচ্ছে জানতে পারলেই দৌড়ে যেতেন অডিশন দেওয়ার জন্য। কিন্তু বারবার অডিশন দিতে দিতে টানা ১০০ বার ব্যর্থ হয়ে অবশেষে হার মেনে নিয়েছিলেন তিনি। তাই  অভিনেতা হওয়ার আশা ছেড়ে দিয়ে শ্রমিকের কাজ শুরু করেছিলেন তিনি। রামচন্দ্র রাজু দারুন পরিশ্রমী শরীর স্বাস্থ্য থেকে উচ্চতা সবমিলিয়ে তাঁকে দেখে যদি বিল্ডার বলেই মনে হতো। সেইসাথে ভালোই ড্রাইভিংও করতেন রামচন্দ্র রাজু।  এই বিশেষ গুণ গুলোর জন্যই একসময় তিনি নজরে পড়ে গিয়েছিলেন সাউথের সুপারস্টার ইয়াসের। তাই আজ থেকে প্রায় ১২ বছর আগেই ইয়াস তাঁকে নিজের ড্রাইভার এবং বডিগার্ড হিসাবে নিয়োগ করেন।

কিন্তু সুপারস্টার ইয়াসের ড্রাইভার থেকে রামচন্দ্র রাজু রাতারাতি স্টার হলেন কিভাবে? এর পিছনেও রয়েছে এক দারুন ইন্টারেস্টিং গল্প। জানা যায় সেসময় KGF সিনেমার পরিচালক প্রশান্ত নীল। সিনেমায় রকি ভাইয়ের চরিত্রের জন্য তাঁর প্রথম পছন্দ ইয়াস হলেও গড়ুরা চরিত্রের জন্য মনের মতো কাওকে পাচ্ছিলেন না তিনি। এমন সময় একদিন সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনার জন্য তিনি ইয়াসের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তাঁর নজরে পড়েন ইয়াসের ড্রাইভার তথা বডিগার্ড রামচন্দ্র রাজু।

তাঁকে দেখামাত্রই সরাসরি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। কিন্তু এমন নামী একজন পরিচালকের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে প্রথমে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না রামচন্দ্র রাজু। তবে ঘর কাটতেই যার এক মুহূর্ত সময় নষ্ট না করেই প্রতিদিন ওয়ার্কশপে ঘন্টার পর ঘন্টা অভিনয় প্রাকটিস করে নিজেকে একেবারে নিংড়ে দিয়েছিলেন রামচন্দ্র রাজু। KGF সিনেমায় তাঁর অভিনয়ের মধ্যেই স্পষ্ট ফুটে ওঠে তাঁর পরিশ্রমের ছাপ। তাই রামচন্দ্র অভিনীত গড়ুরা চরিত্রটিকে দেখে বোঝার উপায় নেই এটিই তাঁর প্রথম সিনেমা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *