বাংলা সিরিয়াল

অভিনয়ের টানে নিরাপত্তার জীবন ছেড়ে  দিয়েছেন বাংলা বিনোদন জগতের এক ঝাঁক তারকা। এদের মধ্যে অনেকেই ছিলেন সরকারি চাকুরীজিবী। কিন্তু দশটা-পাঁচটার চাকরি করতে চাননি তাঁরা কেউই। আসলে মনের মধ্যে একবার অভিনেতা হওয়ার জেদ চেপে বসলে অন্য কোনো পেশায় মন টেকানো সত্যিই বোধ হয় মুশকিল হয়ে পড়ে। তাই অভিনয়ের পোকা নড়তেই সবাই ঝাঁপিয়ে পড়েন এই অনিশ্চিত জীবনটাতেই। আসুন তাহলে দেখে নেওয়া যাক মোটা মাইনের চাকরি ছেড়ে অনিশ্চিত জীবনের এই পেশাকে বেছে নিয়েছেন বাংলার কোন অভিনেতা-অভিনেত্রীরা।

তৃণা সাহা: অভিনয়ে আসার আগে একসময় দিল্লিতে মোটা মাইনের চাকরি করতেন বাংলা সিরিয়ালের এই মিষ্টি অভিনেত্রী। অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতাও রয়েছে নজরকাড়া। তাই এমবিএ, সিএস পড়ার পর মোটা মাইনের চাকরি পেতেও অসুবিধা হয়নি ছোটপর্দার গুনগুনের। ২০১৫ সালের সিনেমা ‘বেশ করেছি প্রেম করেছি’ দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর। তবে সিনেমা দিয়ে কেরিয়ার শুরু হলেও বাংলা সিরিয়ালের নায়িকা হয়েই বেশি সফল হয়েছেন তৃণা।

বিশ্বজিৎ ঘোষ : তালিকায় রয়েছেন স্টার জলসার কে আপন কে পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষও। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ সিরিয়ালের নায়ক ইন্দ্র চরিত্রে। অনেকেই হয়তো জানেন না অভিনয়ে আসার আগে জনপ্রিয় এই টেলি অভিনেতা টিসিএস-এর মতো কোম্পানিতে ভালো মাইনের চাকরি করতেন। কিন্তু অভিনয়ের টানেই সব ছেড়ে তিনি বেছে নেন এই অনিশ্চিত পেশা।

জয়ী দেব রায় : জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘হৃদয় হরণ বিএ পাস’ খ্যাত অভিনেতা জয়ী দেব রায়-কে মনে আছে নিশ্চই? টেলিপাড়ার এই হ্যান্ডসাম হিরোও  ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত একটি সংস্থায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছিলেন। ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি এমবিএ -ও করেছেন এই অভিনেতা। তাই খুব স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের কেউ চাননি তিনি তাঁর উজ্বল ভবিষ্যৎ ছেড়ে অভিনয়ের মতো একটা অনিশ্চিত পেশাকে বাছুন। কিন্তু নিজের ইচ্ছা পূরণ করতে শেষ পর্যন্ত কাজ ছেড়ে দিয়ে অভিনয়কেই বেছে নিয়েছিলেন জয়ী।

সৌরভ চট্টোপাধ্যায় : বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেতা হলেন ‘মিঠাই’ খ্যাত রাজীব অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের অভিনয় জীবনে কখনও খলনায়ক আবার কখনও মজার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। এছাড়াও একাধিকবার নিপাট ভালো মানুষের চরিত্রও পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে। বাংলা সিরিয়ালের পাশাপাশি অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। তবে জানলে অবাক হবেন অভিনেতা হওয়ার আগে সৌরভ  ছিলেন সরকারি চাকরিজীবী। অভিনয়ের টানে আরামের সরকারি চাকরিও ছেড়ে দিয়েছিলেন তিনি।

সানন্দা বসাক : বাংলা সিরিয়ালের পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসাবেই দারুন জনপ্রিয় অভিনেত্রী সানন্দা বসাক। গোয়েন্দা গিন্নি’, ‘জয়ী’, ‘নেতাজি’, ‘প্রথমা কাদম্বিনী’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সানন্দা। তবে অভিনয় জীবনে  আসার আগে প্রায় সাড়ে চার বছর একটি বেসরকারি সংস্থায় ভালো মাস মাইনের চাকরি করতেন তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *