লোকাল ট্রেনের সিটে বসলেও তুলে দিচ্ছে অন্য যাত্রীরা? এদেরকে জব্দ করতেই কড়া দাওয়াই রেলওয়ে কতৃপক্ষের,

লোকাল ট্রেনের সিটে বসলেও তুলে দিচ্ছে অন্য যাত্রীরা? এদেরকে জব্দ করতেই কড়া দাওয়াই রেলকতৃপক্ষের, এবার ১টি কলেই সুরাহা

লোকাল ট্রেনের সিটে বসলেও
তুলে দিচ্ছে অন্য যাত্রীরা?

আপনার বসা সিট নিয়েই
হাতাহাতি, টানাটানি!
না উঠলেই ধমক, দাদাগিরি!

এদেরকে জব্দ করতেই
কড়া দাওয়াই রেলকতৃপক্ষের!

ট্রেনের সিটে বসা নিয়ে চুলোচুলি, কথা কাটাকাটি নতুন কোনও বিষয় নয়। কেউ কেউ ট্রেনের সিট ধরার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কামরায় ওঠার চেষ্টা করেন। অনেকে আবার জানালা দিয়ে রুমাল, কাগজের ঠোঙ্গা ছুঁড়ে দেন পছন্দের সিটে। ট্রেনে উঠলে প্রায়শই দেখা যায় এই দৃশ্য। সিটে বসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু পক্ষ। যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন তাদের কাছে খুব চেনা এই দৃশ্য। এই নিয়ে যাত্রীদের অভিযোগের কমতি নেই। সমস্যা ও অভিযোগ লোকাল ট্রেনকে কেন্দ্র করে। শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখা কিংবা বনগাঁ লাইন বা মেন লাইন, এই রুটগুলোর লোকাল ট্রেনের সিটে বসা নিয়ে মারাত্মক ঝামেলা বাঁধে। বিভিন্ন যাত্রীদের অভিযোগ থেকে শোনা যায়, বেশ কিছু নিত্যযাত্রী লোকাল ট্রেনে সমস্যা তৈরি করেন। তারা ট্রেনে উঠেই, নিজেদের মনগড়া কিছু নিয়ম ফলান।

তার মধ্যে একটি হল যাত্রীদের গায়ের জোরে সিট থেকে উঠিয়ে দেওয়া। অসুস্থ হোক বা বয়স্ক কাউকে রেয়াত করে না এক শ্রেণীর যাত্রীরা। ট্রেনে উঠেই তারা দাদাগিরি দেখাতে শুরু করেন। যারা আগে উঠে সিট পেয়েছেন তাদের সিট কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। অন্যের সিট কেড়ে নিয়ে সেখানেই বসে পড়েন। না উঠলে মুখের ভাষা নোংরা করতেও পিছপা হন না তারা। এদের ইচ্ছাকৃত নোংরা আচরণের জন্য অন্যান্য যাত্রীরা বাধ্য হয়েই সিট থেকে উঠে পড়েন।

এবার এই নিয়ে সরব হয়েছে রেলওয়ে কতৃপক্ষ। লোকাল ট্রেনের যাত্রীদের যাতে কেউ এভাবে হেনস্থা করতে না পারে তার জন্য একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরটি হল- ১৩৯। এই নম্বরে ফোন করে অভিযোগ জানালেই তৎক্ষণাৎ তদন্ত হবে বলে, আশ্বাস দেওয়া হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *