মুকেশ আম্বানিকে টক্কর দিলেন এক হত দরিদ্র অটো চালক! গরীব ট্যাক্সি ড্রাইভারের কাণ্ডে অবাক গোটা দেশ
মুকেশ আম্বানিকে টক্কর দিলেন
এক হত দরিদ্র অটো চালক!
কেড়ে নিলেন বিশ্বের বড় বড়
পয়সাওয়ালাদের খেতাব!
গরীব ট্যাক্সি ড্রাইভারের
কাণ্ডে অবাক গোটা দেশ!
ঠিক কি কাণ্ড ঘটালেন তিনি?
ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। এবার তার জায়গা কেড়ে নিল এক সামান্য অটো চালক। ধনে সম্পদে তিনি কিন্তু মুকেশ আম্বানির ধারে কাছেও নেই। তার হাতে নেই কোনও পাওয়ার। এমনকি হত দরিদ্র মানুষটার মাথার উপর দো তলা বাড়িও নেই। তবুও তিনি একদিক থেকে ছাপিয়ে গেছেন বড় বড় ধনকুবেরদেরও। আর সেটা কি জানেন? শুনলে চোখে জল আসবে। তিনি সকলকে ছাপিয়ে গিয়েছেন মানবিকতার দিক দিয়ে। উদার হৃদয়ের পরিচয় দিয়ে তিনি হারিয়ে দিয়েছেন আম্বানি, আদানি,টাটাকেও। বড় বড় পয়সাওয়ালা মানুষেরা পয়সা থাকতেও যে কাজ করেন না, বা বলা ভালো যা করতে চান না, সেই কাজই করে দেখালেন এই দরিদ্র অটো চালক।
ঠিক কি ঘটিয়েছেন এই অটোচালক? ঘটনার সূত্র পাত অটো চালকের অটোর পিছনে সাঁটা বিজ্ঞাপন থেকে। যে বিজ্ঞাপনটি নজর কেড়েছে আমজনতা থেকে নেটজনতার। বিজ্ঞাপনটি দেখে কেঁদে ভাসিয়েছেন অনেকেই। বিজ্ঞাপনটি দেখে বোঝা যাচ্ছে তিনি একটি কন্যা সন্তানের পিতা। অটো চালিয়েই তিনি সংসার চালান। বিজ্ঞাপনটি তার কন্যা অর্পিতার জন্মদিন উপলক্ষ্যে। বিজ্ঞাপনটিতে চোখ আটকে গিয়েছে সকলের। বিজ্ঞাপণটিতে লিখেছেন মেয়ের জন্মদিন উপলক্ষ্যে তিনি সম্পূর্ণ ফ্রিতে অটো চালাবেন। কোনও ভাড়া নেবেন না। যাত্রীদের বিনা পয়সায় গন্তব্যে পৌঁছে দেবেন । শুধু মাত্র তার রাজকুমারীর জন্মদিন উপলক্ষ্যে তিনি এই উদ্যোগটি নিয়েছেন। বিজ্ঞাপনটি যারাই দেখেছেন আবেগে আপ্লুত হয়েছেন। একটি দরিদ্র পরিবারে কন্যা সন্তানের এত কদর ভাবাই যায় না। আজকাল কন্যা সন্তান মানেই তো অনেকের কাছে বোঝা। কন্যা সন্তান মানেই সংসারের চাপ। তাই বেশির ভাগ মানুষই প্রার্থনা করে কন্যা সন্তান যেন না হয়। সেখানে দাঁড়িয়ে দরিদ্র অটো চালকের উদ্যোগ সত্যিই বিরল।
পথচলতি যাত্রীদের মধ্যেই কেউ, সেই বিজ্ঞাপনের ছবি তুলে আপ্লোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ঝড়ের বেগে ভাইরাল। নেটিজেনদের একাংশ অটো চালককে বিশ্বের সবচেয়ে ধনী হৃদয়ের অধিকারী বলে মন্তব্য করেছেন। সত্যিই এমন বাবা প্রতিটি মেয়ের ভাগ্যে জুটুক। ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে……………
Leave a Reply