২০২৪-এ দেশ পাবে এক মহিলা প্রধানমন্ত্রী! তিনি কি মমতা? ‘বিখ্যাত’ জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে তোলপাড় গোটা দেশ!

২০২৪-এ দেশ পাবে এক মহিলা প্রধানমন্ত্রী! তিনি কি মমতা? ‘বিখ্যাত’ জ্যোতিষীর
ভবিষ্যৎবাণীতে তোলপাড় গোটা দেশ!

২০২৪-এই মোদী হেরে যাবে!
দিল্লীর সিংহাসনে বসবেন
এক মহিলা প্রধানমন্ত্রী!

দেশ পাবে এক লড়াকু
লেডিস প্রাইম মিনিস্টার!
যার হাতে কুপোকাত হবে NDA !

কে হবেন এই মহিলা?
তিনি কি মমতা?
নাকি সোনিয়া কিংবা প্রিয়াঙ্কা!

‘বিখ্যাত’ জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে
তোলপাড় গোটা দেশ!
অস্থির রাজনৈতিক মহল!

সামনেই লোকসভার ভোট! সেই দিকেই তাকিয়ে শাসক থেকে বিরোধী। সাজাচ্ছে নিজেদের রণকৌশল। ভোটের ময়দানে কে কাকে কীভাবে বাজিমাত দেবে, সেই নিয়েই হিসেব কষা শুরু। শাসক দলের এনডিএ জোটকে কোনঠাসা করতে কোমর বেঁধেছে বিরোধীদের, ইণ্ডিয়া জোট। এই সবের মাঝেই যখন প্রশ্ন উঠছে, যে জোটই জিতুক না কেন, প্রধানমন্ত্রীর পদে বসেবেন কে? ঠিক এই সময় বড়সড় কাণ্ড বাঁধালেন এক জ্যোতিষী। সামনে আনলেন মারাত্মক ভবিষ্যৎবাণী। যা শুনলে বিশ্বাসই হবে না আপনার। এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করে বলে দিয়েছেন কে হবেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিয়েছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীর লিঙ্গ পরিচয়। তিনি দেশবাসীকে চিন্তা না করার অনুরোধ করেছেন। কারণ তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবারের প্রধানমন্ত্রী হবেন একজন মহিলা। সেই সাথে জানিয়েছেন, ২০২৪ এর লোকসভা ভোটেও জোট সরকার গঠিত হবে।

জ্যোতিষীর নাম ড. যশবন্ত। তিনিই এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন। আকাশে তারা ও নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করেই, এই ভবিষ্যৎবাণীগুলো নির্ধারণ করেছেন তিনি। এই একই জ্যোতিষী নাকি চলতি বছরের কর্ণাটকের বিধানসভা ভোটেরও ভবিষ্যৎবাণী করেন। সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছে বলেও শোনা যায়। তবে এবার যে ভবিষ্যৎ বাণী তিনি করেছেন সেই নিয়ে শোরগোল পড়েছে বাংলা জুড়ে। বিভিন্ন স্তরে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে এবার প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখা যাবে কাকে? এদিকে মহিলা প্রধানমন্ত্রীর দাবিদার কেবল ৩ জন- মমতা, সোনিয়া, প্রিয়াঙ্কা! ৩ জনই রয়েছে ইণ্ডিয়া জোটে। তবে কি এদের মধ্যে কেউ পাবে দেশপ্রধানের ভূমিকা? এই পরিপ্রেক্ষিতে কেউ কেউ বাংলার বাঘিনী মমতাকে নিয়েও আশা রাখতে শুরু করেছেন।

তবে জ্যোতিষীর অনুমান কতটা সত্যি হবে সেটা এখন সময়ের অপেক্ষা। কারণ লোকসভার ভোট না হওয়া পর্যন্ত সত্য অধরা!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *