বনগাঁ লোকালের লেডিস কামরায় ভয়ানক কাণ্ড! আতঙ্কে বাঁচাও বাঁচাও আর্তনাদে অস্থির মহিলারা, ঠিক কি ঘটেছে?
বনগাঁ লোকালে ভয়ানক কাণ্ড!
ভরসন্ধ্যায় লেডিস কামরায়
ঢুকে পড়ল কে?
আতঙ্কে হুলস্থুল কামরাজুড়ে!
বাঁচাও বাঁচাও আর্তনাদে অস্থির মহিলারা!
কেউ জপছেন রাম নাম!
কেউ ডাকছেন বাবা লোকনাথকে!
এক মারাত্মক বিপত্তি!
ঠিক কি ঘটেছে
মহিলাদের কামরায়?
ঘড়ির কাঁটা তখন ৭টার ঘরে। বেলা গড়িয়ে ভর সন্ধ্যা! যাত্রী বোঝাই বনগাঁ লোকাল, দুরন্ত গতিতে ছুটছে গন্তব্যের দিকে। একেবারে ভিড়ে ঠাসা ট্রেনের প্রতিটি কামরা। কোথাও ১ ইঞ্চিও জায়গা নেই। গিজ গিজ করছে কেবলই মাথা। নিঃশ্বাস ফেলার জো নেই। আর বুঝতেই পারছেন বনগাঁ লোকালের ভিড় মানেই কতটা ভয়ানক ও মারাত্মক। এই ভিড়ে কারো চুল ছিঁড়ে যায়, তো কারো হাত-পা কেটে যায়। এমন ভিড়ে ঠাসা ট্রেনে ঘটল বীভৎস এক কাণ্ড। তাও আবার লেডিস কামরায়। সাধারণ কামরায় নয়।
ভরসন্ধ্যায় বনগাঁ লোকালের লেডিস কামরায় একেবারে ধস্তা ধস্তি অবস্থা। নাহ মেয়ে মেয়ে চুলোচুলি কিংবা কলতলার ঝগড়া নয়। এবার ঘটনার সূত্রপাত অন্যত্র। শুনলে বিশ্বাসই হবে না বনগাঁ লোকালে এমন কাণ্ড ঘটতে পারে। সবই ঠিকঠাক চলছিল আচমকা বনগাঁ লোকালের লেডিস কামরায় ভয়ংকর আর্তনাদ। মহিলাদের বাঁচাও বাঁচাও চিৎকার। সকলের চোখে মুখে আতঙ্ক! যাত্রীদের অবস্থা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কেউ রাম রাম জপছেন, কেউ বাবা লোকনাথের নাম স্মরণ করছেন। সবার নজর তখন কামরার মেজেতে, চোখের সামনে আস্ত বড় একটি সাপ। কিলবিল করছে লেজ। গায়ের রং বাদামী ধাঁচের। দেখেই বোঝা যাচ্ছে বিষাক্ত। এক ছোবলেই পরপার। ব্যস সাপটি দেখেই ট্রেন থেকে লাফিয়ে নামার অবস্থা যাত্রীদের। সাপ দেখেই সিটে বসার কথা ভুলেই যান অনেকেই। কেউ কেউ থামিয়ে দেন সিট নিয়ে কাড়াকাড়ি। কারণ সবাই তখন একজোট। একে অপরের গায়ের উপর হুড়োহুড়ি। ৪ জনের সিটে তখন ৮ জন দাঁড়িয়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কামরা জুড়ে। শিয়ালগামী বনগাঁ লোকালে এই ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, সাপটি যাত্রীদের কারো কোনও ক্ষতি করেনি। ট্রেনটি দমদম এলেই জি আর পি কে বিষয়টি জানানো হয়। তারাই সাপটিকে খুঁজে বের করে ধরে নিয়ে যায়। কারো ব্যাগে কিংবা বস্তা করেই সাপটি কামরায় ঢুকে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
Leave a Reply