একশন মুডে চন্দ্রযান ৩! চন্দ্রযান ২ যা পারেনি সেটাই করে দেখাল চন্দ্রযান ৩, ইসরোর ১টি টুইটে শোরগোল দেশজুড়ে

একশন মুডে চন্দ্রযান ৩! চন্দ্রযান ২ যা পারেনি সেটাই করে দেখাল চন্দ্রযান ৩, ইসরোর ১টি টুইটে শোরগোল দেশজুড়ে

একশন মুডে চন্দ্রযান ৩!
স্বাধীনতা দিবসের আগেই
বড়সড় খেল!

চন্দ্রযান ২ যা পারেনি
সেটাই করে দেখাল চন্দ্রযান ৩!
তৈরি করে দিল নতুন রেকর্ড!

ঠিক কি ঘটেছে?
ইসরোর ১টি টুইটে শোরগোল দেশজুড়ে!

আজাদীর মহা উৎসবেই দুর্দান্ত সুখবর শোনাল চন্দ্রযান ৩। যা শুনলে আনন্দে লাফাবেন। একেই চন্দ্রযান ৩ কে ঘিরে আশায় বুক বেঁধেছে কোটি কোটি মানুষ। মনে প্রাণে প্রার্থনা করছেন, যেন সুস্থভাবে চাঁদের মাটিতে পা রাখতে পারে চন্দ্রযান ৩। কারণ, এর আগে দুবার মিশন সফলে ব্যর্থ হয়েছে ভারতের চন্দ্রযান। এবার সমস্ত ফাঁড়া কাটিয়ে, চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতের এই মহাকাশ যানটি। আর মাত্র কিছুটা পথ বাকি। এরপরেই সোজা পাড়ি দেবে চাঁদ মামার আঙ্গিনায়। চাঁদের বাড়ি পৌঁছাতে মোট ৫টি কক্ষপথ পেরোতে হবে চন্দ্রযান ৩কে। এর মধ্যে ২টি কক্ষপথ আগেই পেরিয়েছে। সম্প্রতিতি ৩য় কক্ষপথটিও সফলভাবে পার করেছে। দুর্গম, জটিল পরিস্থিতির মধ্যেও মসৃণতার সাথেই চন্দ্রযান ৩ এর ৩ নম্বর কক্ষপথটিও পার করিয়েছে ইসরো। কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি।

ইসরোর টুইট থেকে জানা যাচ্ছে-

‘চন্দ্রযান-৩ সফলভাবে, কক্ষপথ পরিবর্তন করেছে। চাঁদে পৌঁছাতে চন্দ্রযান ৩ এর বাকি আর মাত্র ১১৭ কিমি। পরবর্তী কক্ষপথ পরিবর্তিত হবে আগামী ১৬ অগস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ। এখনও দু’টি কক্ষপথ পেরোনো বাকি। এর পর চন্দ্রযান-৩ ১৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছবে। তার পরে তার শেষ গন্তব্য চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরের কক্ষপথ। সেখান থেকেই আগামী ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের মহাকাশযান। ‘

ইসরোর নতুন আপডেটে খুশিতে আত্মহারা ভারতীয়রা। এই অভিযান সফল হলে ভারতের মুকুটে যুক্ত হবে নয়া পালক। মহাকাশ গবেষণায় সফল দেশ হিসেবে চিন, রাশিয়া, আমেরিকার পাশে ভারতের নাম যুক্ত হবে। কারণ চার বছর আগে ঠিক এই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল চন্দ্রযান ২। তাই এই মিশনের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে গোটা দেশ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *