বলিউড ইন্ডাস্ট্রির আশির দশকের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন জুহি চাওলা। একটা তিনি রাজ করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। অভিনয় করেছেন আমির খান থেকে শাহরুখ খানের মত সুপারস্টারদের সাথে। পঞ্চাশের গন্ডি পেরিয়ে এই বয়সেও দেশ জুড়ে অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে এই বলি সুন্দরীর। তাঁর কাছে বয়স আজও একটা সংখ্যা মাত্র! তাই এভারগ্রিন এই অভিনেত্রীর রূপের জৌলুস কমেনি এক ফোঁটাও। কিন্তু জানলে অবাক হবেন একসময় এই বলি সুন্দরীই লোকচক্ষুর আড়ালে গিয়ে বিয়ে করেছিলেন লুকিয়ে। জুহি চাওলার স্বামী জয় মেহতা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নন। তবে তিনি হলেন ভারতবর্ষের অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ীর সাথেই ১৯৯৫ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে ফিল্ম ইন্ডাস্ট্রির নজর এরিয়ে বিয়ে করেছিলেন জুহি চাওলা।
কারণ জানিয়ে একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ‘সেই সময়ে ইন্টারনেট ছিল না। ফোনে ক্যামেরাও ছিল না। তাই সবার নজর এড়িয়ে বিয়ে করা অনেক সহজ কাজ ছিল। আরও একটা কারণ অবশ্য ছিল। সেই সময়ে আমি কেরিয়ারের মধ্য গগনে। আগামীদিনেও কেরিয়ারের মন দিতে চেয়েছিলাম। এদিকে জয় নাছোড় ছিল বিয়ে করার জন্যে। বিয়ের পর কেরিয়ার যদি শেষ হয়ে যাওয়ার ভয়েই কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম !’
জুহির স্বামী তার থেকে ছয় বছরের বড়। বংশ পরম্পরাতেই তিনি যোগ দিয়েছিলেন পারিবারিক ব্যবসায়। আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর সুইৎজ়ারল্যান্ড গিয়ে এমবিএ করে ভারতে ফিরে আসেন তিনি। দেশে ফিরেই যোগ দিয়েছিলেন তাদের পারিবারিক ব্যবসায়। জানা যায় জয়ের দাদু ছিলেন বিখ্যাত ধনকুবের কালিদাস মেহতা আর তাঁর বাবা মহেন্দ্র মেহতা এবং মা সুনয়না মেহতা। এক সময় তাদের পারিবারিক এই ব্যবসা দেশ ছাড়িয়ে জাঁকিয়ে বসেছিল বিদেশের মাটিতেও। যা বিস্তার লাভ করেছিল সুদূর আফ্রিকা থেকে কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত।
তবে অনেকেই হয়তো জানেন না বলিউডে পা দেওয়ার অনেক আগে থেকেই একে অপরকে চিনতেন জুহি চাওলা এবং জয় মেহতা। রাকেশ রোশনের দেওয়া এক পার্টিতে প্রথম দেখা হয়েছিল তাঁদের। কিন্তু সেসময় তারা দুজনেই নিজেদের কাজের ব্যস্ত হয়ে পড়ায় আর যোগাযোগ হয়নি। পরবর্তীতে জয় বিয়ে করেছিলেন বিখ্যাত শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লার সাথে। কিন্তু সেসময় আচমকাযই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সুজাতা। তখন ভীষণ ভেঙে পড়েন জয়। সেসময় তাঁর পাশে বন্ধুর মতো ছিলেন জুহি চাওলা। কিন্তু জুহি প্রথমে জয়ের সাথে বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। সেসময় আচমকাই এক গাড়ি দুর্ঘটনায় মারা যান অভিনেত্রীর মা। পরবর্তীতে ১৯৯৫ সালে চারহাত এক হয় তাঁদের। যদিও তখন তাঁদের বিয়ে হয়েছিল লোকচক্ষুর আড়ালে। পরবর্তীতে ২০০১ সালে জুহির মেয়ে জাহ্নবীর জন্মের সময় তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তার দু’বছর পর ২০০৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী ।
Leave a Reply