এই ছুটিতে এক্ষুনি ঘুরে আসুন দীঘা থেকে। বড় সুযোগ ভ্রমন পিপাসু মানুষদের জন্য।

এই ছুটিতে এক্ষুনি ঘুরে আসুন দীঘা থেকে। বড় সুযোগ ভ্রমন পিপাসু মানুষদের জন্য।

এই প্রথমবার চালু হল
দীঘা স্পেশ্যাল মাঝরাতের ট্রেন!

গভীররাতে ছেড়ে
কাকভোরে পৌঁছে দেবে সমুদ্রের পাড়ে!

আজাদীর উৎসবে
দীঘা প্রেমীদের জন্য এই উপহার!

হাতে সময় অল্প!
কেটে ফেলুন টিকিট!
নইলেই হাতছাড়া!

সমুদ্রপ্রেমী বাঙালিদের দুর্দান্ত সুখবর দিল রেলওয়ে কতৃপক্ষ! বিশেষ চমক নিয়ে এলো দীঘাকে কেন্দ্র করে। বাঙ্গালীর ছুটি মানেই দীঘা। উঠল বাই তো দীঘা চল। এবার দীঘা যাওয়া হবে আরও সহজ। ঝুট ঝামেলা ছাড়াই আরাম আয়াসে পৌঁছে যাওয়া যাবে দীঘা। আর এই স্বপ্ন বাস্তবায়িত করতেই দক্ষিণ পূর্ব রেল নিয়ে এল এক বিশেষ ট্রেন। যার হাত ধরে দীঘা হবে আরো কাছে।।

ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সেখান থেকেই কাকভোরে যাত্রীদের পৌঁছে দেবে দীঘার সমুদ্র সৈকতে। একটি গোটা দিন বেশি পাবেন যাত্রীরা। ফলে তারা আরও বেশি সময় পাবেন দীঘার সমুদ্র সৈকত উপভোগ করবার জন্য। 08009 দীর্ঘগামী ট্রেনটি ১২ এবং ১৩ই অগাষ্ট সাঁতরাগাছি রেল স্টেশন থেকে ছাড়বে। রাত ১১:৪৫ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে আপনাকে পৌঁছে দেবে ঠিক ভোর ০৩:৩০ মিনিটে। অন্যদিকে 08010 ট্রেনটি দীঘা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে ১৩ এবং ১৪ আগস্ট। ওই দুদিন সকাল ৮টার সময় সাঁতরাগাছির উদ্দেশ্যে স্পেশাল ট্রেনটি রওনা দেবে। রওনা দেওয়ার পর সাঁতরাগাছি এসে পৌছাবে দুপুর ১২:১০ মিনিটে। যার ফলে মানুষ পেয়ে যাবেন কিছু অতিরিক্ত সময় বিশ্রামের জন্য। এ ছাড়াও উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি এই স্টেশন গুলিতেও থামবে এই ট্রেনগুলি।

এই ট্রেন এর ফলে উপকৃত হবেন আমজনতা। এটি বলাই যায়।

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *