আগামী ১৫ ই আগস্ট সারা ভারতবর্ষের জুড়ে ধুমধাম করে পালন করা হবে, ৭৭ তম স্বাধীনতা দিবস। প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের বেড়াজাল ভেঙে এই দিনেইপ্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল আসমুদ্রহিমাচল গোটা ভারতবর্ষ। তাই এই দিনটিকেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন আপামর দেশবাসী। তবে আপনি কি জানেন ভারতবর্ষ ছাড়াও পৃথিবীতে আরও এমন পাঁচটি দেশ রয়েছে যেখানে এই একই দিনেই স্বাধীনতা দিবস পালন করা হয়? আসুন এক ঝলকে দেখে নেয়া যাক সেই দেশগুলির নাম এবং স্বাধীনতা লাভের ইতিহাস।
বাহারিন: সমুদ্রে ঘেরা মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ হল বাহরিন। চার হাজার বছরের পুরনো দিলমুন সভ্যতার প্রাচীন নিদর্শন কেন্দ্র এই দেশ ১৯৭১ সালেরব ১৫ই আগস্ট ইংরেজদের শাসন থেকে মুক্তি পেয়েছিল। এই দেশের অধিকাংশ মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী। বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় ১৫ লক্ষের কাছাকাছি। ব্রিটিশদের আগে এই দেশে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল। বাহরিন অনেকের কাছে মুক্তোর দেশ নামেও পরিচিত। মানামা-কে বাহরিনের রাজধানী বলা হয়।
উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়া: ভারতের ২ বছর আগেই ১৯৪৫ সালের ১৫ আগস্ট ৩৫ বছরের জাপানি উপনিবেশকতা কাটিয়ে স্বাধীন হয়েছিল কোরিয়া। যদিও ভাগাভাগির পর বর্তমানে কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি আলাদা দেশ। তবে আজও দুই কোরিয়াতেই একইদিনে স্বাধীনতা দিবস পালিত হয়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং আর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল।
রিপাবলিক অফ কঙ্গো: সুদূর আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত রিপাবলিক অফ কঙ্গো দীর্ঘ ৮০ বছর ধরে ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৯৬০ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে কঙ্গো। এই দেশের রাজধানী হল ব্রাজাভিল্লি। বর্তমানে এখানে ৫২ লক্ষ মানুষ বসবাস করেন ।
লিছটেন্সসিয়ান: পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে লিছটেন্সসিয়ান। ১৮৬৬ সালের ১৫ আগস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল এই দেশ। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এই দেশের পশ্চিম ও দক্ষিণ সীমান্তে সুইজারলান্ড এবং উত্তর ও পূর্ব সীমান্তে রয়েছে অস্ট্রিয়া। মাত্র ১৬০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট এই দেশের মোট জনসংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। এই দেশের রাজধানীর নাম ভাদুজ। স্বাধীনতা দিবসের দিন লিচটেনস্টাইনের রাজপরিবারের সদস্যদের সাথেই খাওয়া-দাওয়া কিংবা আনন্দ উদযাপনে মেতে ওঠেন দেশবাসী।
Leave a Reply