বায়ু দূষণের প্রতিযোগিতায় এগিয়ে বিশ্বের কোন শহর? কলকাতার অবস্থান আঁতকে ওঠার মতন

বায়ু দূষণের প্রতিযোগিতায় এগিয়ে বিশ্বের কোন শহর? কলকাতার অবস্থান আঁতকে ওঠার মতন

বায়ু দূষণের প্রতিযোগিতায় এগিয়ে
বিশ্বের কোন শহর?

সবচেয়ে বিষাক্ত হাওয়া
পাওয়া গেছে কোন সিটিতে!

প্রকাশ্যে এলো সেই তালিকা!
২০২৩ সালের লিস্টে মারাত্মক রদবদল!

কলকাতার অবস্থান
আঁতকে ওঠার মতন!

কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এমনটা!
বিশ্বাসই করতে পারছে না এই রিপোর্ট

মানুষ আজ পরিবেশের প্রতি নির্দয়। মডার্ন হতে গিয়ে পরিবেশের প্রাণ কাড়ছে *সভ্য সমাজের মানুষ*! আর তার ভয়ানক প্রভাব পড়ছে মানুষের উপরেই। আজকাল বাইরে বেরোলে শান্তিতে একটু নিঃশ্বাস নেওয়াও দুষ্কর। কারণ নিঃশ্বাসের মূল উপাদান হাওয়ায় মিশেছে বিষ! শ্বাস প্রশ্বাসের জন্য যে হাওয়া আমাদের দরকার, সেই হাওয়া আজকাল আর বিশুদ্ধ নয়। এই হাওয়ার কারণেই প্রাণ হারাচ্ছে অগণিত মানুষ। বিভিন্ন ক্ষতিকারক উপাদান হাওয়ায় মিশে মানবশরীরের ক্ষতি করছে। ফুসফুসে ক্যান্সার, শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসকষ্ট বাড়িয়ে দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক সামনে এনেছে, বিশ্বের সবচেয়ে দূষিত হাওয়া রয়েছে এমন শহরের নাম। অর্থাৎ বায়ু দূষণে এগিয়ে কোন শহর সেই তালিকা। ২০২৩ সালের তালিকায় বড়সড় রদবদল। ভারতের স্থান শুনলে চমকে উঠবেন। এক নজরে দেখুন তালিকায় রয়েছে কোন ১০টি শহরের নাম-

১০, বেইজিংঃ বায়ু দূষণের প্রতিযোগিতায় দশম স্থানে চিনের বেইজিং।

৯, করাচিঃ নবম স্থানের রয়েছে পাকিস্তানের শহর করাচি। এই শহরে বায়ু দূষণের হার আগের তুলনায় অনেক বেড়েছে।

৮, একরাঃ অষ্টম স্থানে ঠাঁই পেয়েছে ঘানার জনবহুল শহর একরা। আধুনিক মানসম্মত একটি সিটি। এই শহরেও বায়ু দূষণের হার মাত্রাতিরিক্ত।

৭, দুবাইঃ সপ্তম স্থানে রয়েছে মরুভুমি অঞ্চল দুবাই। এই শহরে সবুজের বড্ড অভাব। যার ফলে এখানেও বায়ু দূষণের হার অনেক বেশি।

৬, সেন্টিয়াগোঃ স্পেনের এই শহরটি রয়েছে ষষ্ট স্থানে।

৫, জাকার্তাঃ ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে পঞ্চম স্থানে।

৪, লাহোরঃ পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ স্থানে।

৩, ঢাকাঃ তালিকার তৃতীয় স্থানে নাম তুলেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ভয়ানকভাবে বায়ু দূষণ বেরেছে ঢাকায়।

২, কলকাতাঃ বায়ু দূষণের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে নাম খোদাই করেছে ভারতের জনবহুল শহর কলকাতা।

১, জোহাসেনবার্গঃ এক নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার বড় শহর জোহাসেনবার্গ। সবথেকে বেশি বায়ু দূষণ এখানে হয়। নিঃশ্বাস ফেলার পরিস্থিতি নেই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *