আপনার সন্তানকে অদিতি মুন্সির কাছে গান শেখাতে চান? কীভাবে অদিতি মুন্সির কাছে সন্তানকে ভর্তি করাবেন? মাইনেই বা কত?

আপনার সন্তানকে অদিতি মুন্সির কাছে গান শেখাতে চান? কীভাবে অদিতি মুন্সির কাছে
সন্তানকে ভর্তি করাবেন? মাইনেই বা কত?

আপনার সন্তানকে অদিতি মুন্সির কাছে
গান শেখাতে চান?

অদিতির কাছে গান শিখলেই
রাতারাতি সেলিব্রেটি!

এলবামে গানের সুযোগ!
মিডিয়ায় কাজের অফার!
মিলবে বাড়তি ফেসিলিটি!

কীভাবে অদিতি মুন্সির কাছে
সন্তানকে ভর্তি করাবেন?
অদিতির মাইনেই বা কত?

মুখ খুললেন অদিতি মুন্সি
জানিয়ে দিলেন ভর্তির প্রক্রিয়া ও
ফোন নম্বর!

অদিতি মুন্সিকে চেনে না, এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর। সা রে গা মা পা এর হাত ধরে আজ তিনি স্বনামধন্য গায়িকা। বাংলার ঘরে ঘরে বাজে অদিতির গান। বাংলার প্রথম সারির গায়িকাদের মধ্যে প্রথমদিকেই রয়েছেন তিনি। কীর্তনপ্রেমীদের কাছে অদিতি মুন্সি মানেই সুপাহিট। তার কীর্তনের গলা ভারী মিষ্টি। ঠিক যেন নেশার মতন। শুনলে শুনতেই থাকবেন। এমন গায়িকার কাছে গান শিখতে কে না চায় বলুন তো! সঙ্গীতপ্রেমী অভিভাবকেরা, তাদের সন্তানকে অদিতির কাছে গান শেখানোর জন্য মরিয়া। যারা কীর্তন শিখতে আগ্রহী তারাও অদিতির কাছে ক্লাস করতে ব্যাপকভাবে ইচ্ছুক। অদিতি মুন্সি কেবল গায়িকাই নয়, সাথে একজন তারকাও বটে। তার কাছে গান শিখলে গানও যেমন শেখা যাবে, একই সাথে গানের এলবামে কাজেরও সুযোগ পাওয়া যাবে। একই সাথে স্টারডম তো আছেই!

তাই যারা গান শেখার জন্য আগ্রহী তাদের জন্য সুখবর দিয়েছেন গায়িকা। গান শেখানোর জন্য চালু করেছেন গানের স্কুল। নাম সংগীতম কালচারাল অ্যাকাডেমি। যেখানে যত্ন সহকারে বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রীদের, বিভিন্ন ধারার গান শেখানো হয়। বেশ অনেকদিন হয়েছে এই স্কুলটি চালু করেছেন।

কীভাবে ভর্তি হবেন অদিতির গানের স্কুলে?

এর জন্য প্রথমে, সংগীতম কালচারাল অ্যাকাডেমির নম্বর- *৯০৭৩২৮৫৮৪১* – এ ফোন করতে হবে। দুপুর ১২টা থেকে রাত ন’টা অবধি খোলা থাকে এই নম্বর। সময় বুঝে ফোন করতে হবে। যোগাযোগ সম্পন্ন হলে,আপনাকে একটি অনলাইন ফর্মের লিঙ্ক পাঠানো হবে। সেই ফর্মটি ফিলআপ করে পাঠাতে হবে। পাশাপাশি যিনি গান শিখবেন, তাঁকে নিজের এক মিনিটের অডিয়ো এবং ভিডিয়ো সাবমিট করতে হবে। যেটা দেখেই সিলেকশন সম্পন্ন হবে। অনালাইনেও গানের ক্লাস করান এই সঙ্গীতশিল্পী।

ফিস কত?

তারকা বলে বেশি বেতন নেবেন এমনটা একেবারেই নয়। বেতন খুবই সামান্য বলেই জানিয়েছেন অদিতি। এছাড়াও যারা প্রতিভাবান, কিন্তু টাকা নেই, তাদের জন্যও বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে সংগীতম কালচারাল অ্যাকাডেমিতে। তাই দেরী না করে যারা গান শিখতে ইচ্ছুক শীঘ্রই যোগাযোগ করুন অদিতির গানের ক্লাসে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *