রেশন ডিলারের দাদাগিরির দিন শেষ! আর ঠকাতে পারবে না, কোন কার্ডে কি কি মিলবে জেনে যাবে গ্রাহক
রেশন ডিলারের দাদাগিরির দিন শেষ!
আর ঠকাতেও পারবে না!
বোকাও বানাতে পারবে না!
বন্ধ হবে চিটিংবাজি!
লাঠে উঠবে কারচুপি!
কোন রেশন কার্ডে
কত কেজি চাল-গম, কি কি পরিমাণ
সরাসরি জেনে যাবে গ্রাহক!
জানুন আগস্ট মাসে আপনি
কতটা রেশন পাবেন!
রেশন নিতে গিয়ে, রেশন ডিলারের সাথে ঝামেলা হয় উপভোক্তাদের। কারণ একটাই , রেশনে কারচুপি। রেশন পরিষেবায় নিয়ে একাধিক কারচুপির অভিযোগ শোনা যায়। কোথাও রেশনে খারাপ মাল দেয়, কোথাও আবার রেশন সামগ্রীর পরিমাণ কমিয়ে দেয়, এই ধরনের অভিযোগ প্রত্যেক মাসেই আসে। এই কারণেই প্রতি মাসেই বাক বিতণ্ডায় জড়ায় রেশন উপভোক্তা ও রেশন ডিলার। এই সমস্যার চিরস্থায়ী সমাধান করতেই এবার থেকে প্রতি মাসে মাসে কোন কার্ডে কত কেজি করে রেশন দেওয়া হবে সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে উপভোক্তারা আগে থেকেই জেনে যাচ্ছেন রেশন সামগ্রীর সঠিক পরিমাণ। ফলে ডিলার ঠকাতে চাইলেও আর ঠকাতে পারবে না। নিয়ম মেনে আগস্ট মাসেও জানিয়ে দেওয়া হল, কোন কার্ডে কত কেজির সামগ্রী দেওয়া হবে। এক নজরে দেখুন কোন উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন-
১) RKSY-I :
এই ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে তারা আগস্টে, বিনামুল্যে মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন ।
২) RKSY-II :
এই ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে তারা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। আগস্টে এই কার্ডের উপভোক্তারা পাবেন মাথাপিছু ২ কেজি করে চাল। সম্পূর্ণ বিনামূল্যে।
৩) PHH ও SPHH :
এই দুই ক্যাটাগরির রেশন কার্ডের গ্রাহকরা আগাস্ট মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল পাবেন। সাথে ১.৯ কেজি করে আটা বা ২ কেজি করে গম। সম্পূর্ণ বিনামূল্যে।
৪) AAY :
এই ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। আগস্টে এই কার্ডের গ্রাহকদের পরিবার পিছু দেওয়া হবে ২১ কেজি চাল, ১৩.৩০০ কেজি গম ।একেবারে বিনামূল্যে।
Leave a Reply