মুখ্যমন্ত্রী

প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে আমাদের দেশ ভারতবর্ষ। তারপর থেকে বিভিন্ন রাজ্যে একজন করে প্রধানকে আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব দেওয়া শুরু হয়। যদিও ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত প্রথমে কোনো বিধানসভা নির্বাচন হয়নি। পরবর্তীতে  ১৯৫২ সালে প্রথম বিধানসভা নির্বাচন হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই প্রায়  ৭৭ বছরে  বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কারা ? আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

১) প্রফুল্ল চন্দ্র ঘোষ : তখনও বিধানসভা নির্বাচন না হওয়ায় শর্তাধীন প্রাদেশিক আইনসভার প্রধান হিসেবে ১৯৪৭ সালের ৩ জুলাই থেকে ২৪ শে আগস্ট পর্যন্ত ৪২ দিন মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের সদস্য।

১) প্রফুল্ল চন্দ্র ঘোষ : শর্তাধীন প্রাদেশিক আইনসভার প্রধান হিসেবে দ্বিতীয়বার  ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ২২ জানুয়ারি ১৯৪৮ পর্যন্ত ১৬০ দিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি ।

২) বিধানচন্দ্র রায় : প্রাদেশিক আইনসভার প্রধান হয়ে ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ১৯৫০ পর্যন্ত ২ বছর ২ দিন বাংলার মুখ্যমন্ত্রী  ছিলেন তিনি। জাতীয় কংগ্রেস দল জাতীয় কংগ্রেস।

২) বিধানচন্দ্র রায় : ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ৩০ মার্চ ১৯৫২ থেকে ১লা জুলাই ১৯৬২ পর্যন্ত টানা ১২ বছর ১৫৬ দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিধানচন্দ্র রায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি মোট  ১৪ বছর ১৫৮ দিন এই দায়িত্ব সামলেছিলেন।

৩) প্রফুল্ল চন্দ্র সেন :  ১৯৬২ সালের ৯ জুলাই থেকে ১৯৬৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একটানা ৪ বছর ২৩৪ দিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র সেন। তিনিও ছিলেন  জাতীয় কংগ্রেস দলের সদস্য।

৪) অজয় কুমার মুখোপাধ্যায় : ১ মার্চ ১৯৬৭ থেকে ২১ নভেম্বর ১৯৬৭ পর্যন্ত ২৬৫ দিনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন কংগ্রেস তথা যুক্তফ্রন্টের সদস্য অজয় কুমার মুখোপাধ্যায়।

১) প্রফুল্ল চন্দ্র ঘোষ : এরপর তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসেন  প্রফুল্ল চন্দ্র ঘোষ। ১৯৬৭ সালের ২১ নভেম্বর থেকে  ১৯৬৮  সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত  মাত্র ৯০ দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সর্বসাকুল্যে জীবনে মোট ২৫০ দিন মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন তিনি। এরমধ্যে শেষ ৯০ দিন প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের মুখ হয়ে এবং বাকি সময় ছিলেন জাতীয় কংগ্রেসের হয়ে।

৪) অজয় কুমার মুখোপাধ্যায় : পুনরায় যুক্তফ্রন্ট বাংলা কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৬ মার্চ ১৯৭০ পর্যন্ত ১ বছর ১৯ দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

৪) অজয় কুমার মুখোপাধ্যায় : পরের বছরেই আবার তৃতীয় বারের জন্য জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক জোটের হাত ধরে ২ এপ্রিল ১৯৭১ থেকে ২৮ জুন ১৯৭১ পর্যন্ত ৮৭ দিনের জন্য মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখোপাধ্যায়।

৫) সিদ্ধার্থ শংকর রায় : জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক জোটের হাত ধরে ২০ মার্চ ১৯৭২ থেকে ৩০ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত ৫ বছর ৪১ দিনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।

৬) জ্যোতি বসু : বামফ্রন্টের হাত ধরে ৩০ মার্চ ১৯৮৭ থেকে ৫ নভেম্বর ২০০০ পর্যন্ত টানা ২৩ বছর ১৩৭ দিন বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন জ্যোতি বসু ।

৭) বুদ্ধদেব ভট্টাচার্য : এই সিপিএম সরকারের হয়েই ৬ নভেম্বর ২০০০ থেকে ১৩ মে ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর ১৮৮ দিনের জন্য বাংলার  মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

৮) মমতা বন্দ্যোপাধ্যায় : তৃণমূল কংগ্রেসের হয়ে ২০ মে ২০১১ থেকে  বাংলার মুখ্যমন্ত্রী তিনি। ২০২১ সালের নির্বাচনের পর পুনরায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *