বন্দে ভারতের বাথরুমে মারাত্মক কাণ্ড! থামাতে হল ট্রেন, তারপর যা বেরিয়ে এলো দেখলে বিশ্বাসই হবে না

বন্দে ভারতের বাথরুমে মারাত্মক কাণ্ড! থামাতে হল ট্রেন, তারপর যা বেরিয়ে এলো দেখলে বিশ্বাসই হবে না

বন্দে ভারতের বাথরুমে
মারাত্মক কাণ্ড!
বড়সড় অঘটন!

ভয়ে আতঙ্কে হুলস্থুল
কামরা জুড়ে!

প্রাণ বাঁচাতে লাফালাফি, চেঁচামেচি
যাত্রীদের!

থামাতে হল ট্রেন!
তারপর যা বেরিয়ে এলো
দেখলে বিশ্বাসই হবে না!

দ্রুত গতিতে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এসি কামরায় শুয়ে, বসে আরামে গন্তব্যের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। আচমকা বিপত্তি! জোরে জোরে বেজে উঠল ফায়ার অ্যালার্ম। বগির মধ্য চালু হয়ে গেল অ্যারোসল স্প্রে। ব্যস আর যায় কোথায়, আতঙ্কে যাত্রীদের ছোটা ছুটি শুরু কামরার মধ্যে। যাত্রীরা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ছে। সবাই তখন আগুন লেগেছে ভেবে কামরা ভেঙে বেরোনোর চেষ্টা শুরু করেছেন! কিন্তু গোটা ট্রেনের কোথাও আগুনের লেশ মাত্র নেই। এরপরেই নজর ঘোরে লণ্ডভণ্ড কামরার বাথরুমের দিকে। সেখানেই লুকিয়ে আসল কারণ! বাথরুমের দরজা খুলতেই রেগে লাল যাত্রীরা। কারো বুঝতে বাকি নেই, ট্রেনের কোথাও আসলে আগুন লাগেনি। বরং এক যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুমে ঢুকে সিগারেট খাচ্ছিলেন। মনের আনন্দে সুখ টানা দিচ্ছিলেন। ব্যস তাতেই বাঁধে বিপত্তি। তিনি জানতেন না বাথরুমেও ফায়ার অ্যালার্ম রয়েছে। রেল পুলিশকে ফাঁকি দিতেই বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে ধুমপান করছিলেন ওই যাত্রী।

এমন ঘটনার সাক্ষী থাকল, তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে টিকিট পর্যন্ত ছিল না। তিনি অবৈধভাবে, রেল পুলিশকে ফাঁকি দিয়ে তিরুপতি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে ওঠেন। ধরা না খাওয়ার জন্য বাথরুমে ঢুকে গা ঢাকা দেন। ব্যস গা ঢাকা তো দূর উল্টো হাতে নাতে ধরা পড়ে যান। অভিযুক্তকে আটক করে রেল পুলিশ। বিনা টিকিটে ট্রেন যাত্রা ও নিয়ম ভেঙে ধুমপানের জন্য কঠোর শাস্তি দেওয়া হয় তাঁকে। তাঁকে আটকের পরেই ট্রেনটি ফের সেকেন্দ্রাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে।

বন্দে ভারত অত্যাধুনিক একটি ট্রেন। এখানে ধুমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। আর কেউ করলেও এই ব্যক্তির মত ধরা পড়তে বাধ্য। বন্দে ভারতের প্রতিটি কোনে মান সম্মত ফায়ার অ্যালার্ম রয়েছে। সামান্য আগুনের আন্দাজ পেলেও এগুলো বেজে ওঠে। সাথে সাথে সতর্ক করে দেয় ট্রেনে দাহ্য পদার্থ রয়েছে। তাই যারাই বন্দে ভারতে সফর করছেন বা ভবিষ্যতে করবেন অবশ্যই সাবধান। নয়ত আইনের আওতায় কঠোর শাস্তি ও জরিমানার কবলে পড়বেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *