৩ মিনিটে দেখুন রাহুল গান্ধীর সেরা ৩টি বিতর্কিত কাণ্ড! জাদু কি ঝাপ্পি, দুষ্টু হেসে চোখ টেপা, ফ্লাইং কিস, নানা মুডে পাপ্পু ভাই

৩ মিনিটে দেখুন রাহুল গান্ধীর সেরা ৩টি বিতর্কিত কাণ্ড! জাদু কি ঝাপ্পি, দুষ্টু হেসে চোখ টেপা, ফ্লাইং কিস, নানা মুডে পাপ্পু ভাই

৩ মিনিটে দেখুন রাহুল গান্ধীর
সেরা ৩টি বিতর্কিত কাণ্ড!

জাদু কি ঝাপ্পি!
দুষ্টু হেসে চোখ টেপা!
ফ্লাইং কিস!

২০১৮ থেকে ২০২৩
মাত্র ৫ বছরে বেঁধেছে
পাপ্পু ভাইয়ের সেরা ৩টি বিতর্ক

এক নজরে দেখুন
সেই সব কাণ্ড

রাহুল গান্ধী মানেই বিতর্ক। তিনি যাই করেন তাতেই শোরগোল পড়ে যায়। অবশ্য শোরগোল ফেলার মতন কাজই করেন তিনি। আজব আজব কাণ্ড কীর্তির জন্য অনেকেই তাঁকে পাপ্পু বলেও সম্বোধন করেন। কংগ্রেস রাজকুমার যতবারই সংসদে গেছেন, ততবারই কোনও না কোনও গোল বাঁধিয়েছেন। এক নজরে দেখুন সংসদে রাহুল গান্ধীর ৩টি বিতর্কিত কাণ্ড-

এক, মোদীকে ঝাদু কি ঝাপ্পিঃ সালটা ২০১৮। সেই বছর মোদীর সঙ্গে এমন এক কাণ্ড করে বসেন রাহুল, যা নিয়ে হুলস্থুল পড়ে যায় গোটা দেশ জুড়ে। ওই বছরের জুলাই মাসের বাদল অধিবেশনে, মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই সময় মোদীর বিরুদ্ধে ভাষণ দেন রাহুল। এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ভাষণ শেষ হওয়ার পরেই রাহুল বাঁধিয়ে বসেন ব্যাপক কাণ্ড। তিনি সটান গিয়ে জড়িয়ে ধরেন মোদীকে। একেবারে জাদু কি ঝাপ্পি। রাহুলের কাণ্ডে ততমত খেয়ে যান স্বয়ং মোদী। হাসির রোল পড়ে সংসদ কক্ষজুড়ে।

দুই, গালে চুমু- মোদীকে গলায় জড়িয়েই থেমে থাকেননি রাহুল। সেই অধিবেশনেই, ঘটিয়েছিলেন আরেক কাণ্ড। মোদীকে আলিঙ্গনের পর, তিনি নিজের আসনে এসে বসেন। আসনে বসতে বসতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দিকে তাকিয়ে তিনি চোখ মারেন। একেবারে ঠোঁটের কোনে দুষ্টু হাসি রেখে, আজব মুখভঙ্গি করে চোখ টিপেন রাহুল। সংসদ কক্ষে রাহুলের এই ধরনের আচরণ নিন্দনীয় বলে জানান একাংশ।

তিন, ফ্লাইং কিস- এই ঘটনাটি একেবারেই সাম্প্রতিককালের। গুণে গুণে পাঁচ বছর পর ফের মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। এবারও রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবের পক্ষে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন। মণিপুর কাণ্ডে মোদীকে কার্যত তুলোধনা করেছেন। এইবারেও একই কাণ্ড। বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগের সময় ঘটিয়েছেন আরেক বিতর্কিত কাণ্ড। ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন স্মৃতি ইরানির দিকে। রাহুলের এমন আচরণে ক্ষেপে লাল স্মৃতি ইরানি।

তিনি অভিযোগ জানিয়ে বলেছেন-

“রাহুল গান্ধী লোকসভা থেকে বেরনোর সময় ট্রেজারি বেঞ্চে বসা BJP-র মহিলা সাংসদদের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুঁড়েছেন। যা নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচয়। এটি সম্পূর্ণ অসংসদীয় এবং অসম্মানজনক আচরণ।”

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগে হৈ চৈ পড়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাহুল গান্ধীর একাধিক বিতর্কিত কাণ্ডের ভিডিও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *