গর্ভবতী মহিলাদের জন্য বিরাট সুখবর! এবার ডবল হবে মাতৃত্বকালীন ছুটি, একই সুবিধা পাবে বাবারাও
গর্ভবতী মহিলাদের
জন্য বিরাট সুখবর!
এবার ডবল হবে
মাতৃত্বকালীন ছুটি!
টানা ২ বছর থাকবে ছুটির মেয়াদ!
একই সুবিধা পাবে বাবারাও!
জানেন মোট কতদিনের
ছুটি দেওয়া হবে?
সব মা বাবা পাবেন না!
তাহলে কারা পাবেন?
জানিয়ে দিল কেন্দ্র সরকার
হবু মা বাবাদের জন্য দারুণ খবর। সন্তানকে যাতে ভালোভাবে দেখভাল করতে পারেন তার জন্য দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন কেন্দ্র সরকার। বাড়িয়ে দিলেন মাতৃত্বকালীন ছুটির মেয়াদ। এতদিন ধরে সরকারি ও বেসরকারি কর্মজীবি মহিলারা ১৮২ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছিলেন। এবার থেকে এই ছুটির মেয়াদ বাড়ানো হল। সম্প্রতি লোকসভায় ঘোষণা করা হয়েছে, সন্তানদের যত্ন নেওয়া বা চাইল্ড কেয়ার লিভের মেয়াদ বাড়িয়ে হল ৭৩০ দিন। অর্থাৎ ৭৩০ দিন ছুটি পাবেন মায়েরা। এই ছুটি কেবলমাত্র সন্তানের দেখভাল ও সেবা করার জন্য। পুরো চাকরি জীবনের যে কোনও সময় মোট ৬ টি ধাপে এই ছুটি নেওয়া যাবে। তবে এক্ষেত্রে বয়সের একটি ব্যাপার রয়েছে। বয়সের ছাড় কেবল তারাই পাবে, যাদের সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। সেক্ষেত্রে বয়সের কোনও ব্যাপার নেই। এখানেই শেষ নয়, সিঙ্গল বাবারাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। মায়েদের সাথে সাথে বাবাদেরও যথেষ্ট দায় দায়িত্ব থাকে। ফলে বাবাদেরও ছুটির প্রয়োজন রয়েছে। এই সিদ্ধান্তের দলে বাবাদেরও সুবিধা হবে।
বিশেষ এই সুবিধাগুলো পাবেন কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বেসরকারি কর্মচারীরা এই সুবিধা থেকে সম্পূর্ণ বাদ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে সরব নারী সংগঠনগুলো। মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর দাবিতে বহু আগে থেকেই আন্দোলন করে আসছেন তারা। অবশেষে সেই আন্দোলন বাস্তবায়িত হল।
Leave a Reply