ভোট

আসন্ন লোকসভা নির্বাচনের আগে রণকৌশল সাজাতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলি। ভোট যুদ্ধে নামার আগে তাই একের পর এক বৈঠক করে চলছেন মোদী বিরোধী দল।ইতিমধ্যেই দেশের মোট ২৬ টি বিরোধী দল জোটবদ্ধ হয়ে গঠন করেছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। বিজেপিকে কাঁটে কা টক্কর’ দিতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্লুপ্রিন্ট তৈরির কাজ।

হাতে সময় আর মাত্র ৭-৮ মাস এরই মধ্যে হাওয়া বদল হতে চলেছে জাতীয় রাজনীতির। যদিও পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। তাই ভোটের দামামা বাজতেই বিজেপির তরফ থেকেও ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে নতুন করে শক্তি প্রদর্শন করছে ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা N.D.A.। তবে এই দুই জোটের লড়াইয়ে শেষ হাসি হাসবে কারা? রাজনীতির অলিন্দে এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে কে থাকবেন এগিয়ে তা জানতে অপেক্ষা করতে হবে এখনও বেশ কয়েক মাস। করবে তা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে সম্ভাব্য রেজাল্ট। সম্প্রতি ইন্ডিয়া টিভির দেশ কি আওয়াজ-এ সম্প্রচারিত এমনই একটি রিপোর্ট দেখে অনুমান করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের পর সিংহাসনে মোদির রাজত্বই থাকলেও কমবে বিজেপির আসন সংখ্যা। গতবার বিজেপি একাই ৩০৩ টি আসন পেলেও এবার তা কমে দাঁড়াতে পারে ২৯০। যদিও তাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে কোনরকম বাধা থাকবে না তাদের।

অন্যদিকে জাতীয় স্তরে কংগ্রেসের পাশাপাশি শক্তি বাড়াতে চলেছে বাংলার তৃণমূল কংগ্রেস। তাদের লোকসভার আসন ২২ থেকে বেড়ে দাঁড়াতে পারে ২৯। এই সমীক্ষা অনুযায়ী দেশের তৃতীয় বৃহত্তম দল হিসাবে নাম লেখাতে চলেছে তৃণমূল কংগ্রেস।সমীক্ষা অনুযায়ী কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির জোট I.N.D.I.A.পেতে চলেছে মোট ১৭৫ টি আসন। এছাড়াও অন্যান্যরা পেতে পারে ৫০ টি আসন।

তবে জানা যাচ্ছে সারা দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশে প্রবল  শক্তিশালী হয়ে উঠতে চলেছে বিজেপি। এই রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৭৩টিই যেতে পারে বিজেপির ঝুলিতে। অন্যদিকে বাংলায় এক ধাক্কায় কমতে চলেছে  বিজেপির আসন সংখ্যা।   অনেকটা সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমে  দাঁড়াতে পারে ১২।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *