বৃষ্টির দিন শেষ! ধেয়ে আসছে বর্ষাকালের ভয়ংকর শত্রু, যার দাপটে পালাবে বৃষ্টি, ৭ বছর পর ফিরছে এই মারমুখী ভিলেন
বৃষ্টির দিন শেষ!
ধেয়ে আসছে বর্ষাকালের
ভয়ংকর শত্রু!
যার দাপটে পালাবে বৃষ্টি!
উধাও হবে ঠাণ্ডা ওয়েদার!
বেড়ে যাবে তাপমাত্রা!
৭ বছর পর ফিরছে
এই মারমুখী ভিলেন!
আশঙ্কায় ঘাম ছুটেছে
বিশেষজ্ঞদের!
সবে মাত্র বর্ষা শুরু হয়েছে। এখনও ভালো করে ভেজেনি শহরের মাটি। অল্প পরিমাণ বৃষ্টিতে অসন্তুষ্ট শহরবাসী। তাও আশা রেখেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, সাথে সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি খাবে। কিন্তু নাহ সেই স্বপ্ন অধরাই থেকে যাবে মনে হচ্ছে। তার কারণ বর্ষার আগমনীতে থাবা বসিয়ে এক শত্রু। যাকে বর্ষার ভয়ংকর শত্রু নামেই ডাকা হয়। নাম তার ‘এল নিনো’। এটি এমন একটি পরিস্থিতি যা বর্ষাকে আটকে দেয়। বাদলের ধারায় সোজা টানে ফুলস্টপ। বর্ষার গতিকে নষ্ট করে, বর্ষার স্বাস্থ্য ভেঙে দেয়। ব্যস আর কি! এর ফলে বৃষ্টি যায় থেমে। উধাও হয়ে যায় বর্ষা। বেড়ে যায় গরম। বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণকে কমিয়ে দেয় ‘এল নিনো’ নামক আবাহাওয়ার এই পরিস্থিতি।
রাজ্যে কবে প্রবেশ করবে এল নিনো?
চলতি মাসেই ‘এল নিনো’ তার খেল দেখানো শুরু করবে। ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করে ফুলে ফেঁপে উঠছে এল নিনো। যার ফলে বহু রাজ্যেই বৃষ্টির দাপট কমতে শুরু করেছে। এল নিনোর কারণে রাজস্থানের জয়পুর, আজমের, কোটা, মরতপুর এবং উদয়পুরে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে গেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বর্ষা সক্রিয় কেবল হিমালয় পার্বত্য অঞ্চলে। আবাহাওয়া বিশারদেরা জানিয়েছেন, এই এল নিনো ধারণার থেকেও ভয়ানক আকার ধারণ করবে। এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে কৃষিক্ষেত্র। কারণ আগস্ট ও সেপ্টেম্বর এই দুমাস কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সময় বৃষ্টিকে থামিয়ে দেবে এল নিনো। এল নিনো ভারতে এর আগে এসেছিল ৭ বছর আগে। এল নিনো ভারতের বর্ষাকে দুর্বল করে দেবে। তাপমাত্রা ভয়ানকভাবে বাড়িয়ে দেবে।
Leave a Reply