পুলিশ দেখলেই ভয়ে তটস্থ হয়ে যায় সকলেই। পুলিশের ভয়ে হাওয়া টাইট হয়ে যায় বড় বড় গুন্ডা বদমাশদেরও। জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিনরাত এক করে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন আমাদের দেশের পুলিশরা। তাই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই দ্বারস্থ হন পুলিশের। রাস্তাঘাটে বেরোলেও হামেশাই দেখা মেলে পুলিশের লাল নীল বাতি জ্বালানো গাড়ির।সেইসাথে কানে আসে পুলিশের গাড়ির সাইরেন।কিন্তু আপনি কি জানেন পুলিশের গাড়িতে শুধুমাত্র এই লাল এবং নীল রঙয়ের আলো কেন জ্বলে? এর পিছনে রয়েছে ঠিক কি কারণ?
যে কোনো জরুরি পরিস্থিতিতে মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে এই গাড়ি করেই দূর-দূরান্তে ছুটতে থাকে পুলিশের গাড়ি। তাই ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে হয় পুলিশকে। তাই রাস্তাঘাটে অতিরিক্ত ভীড় ভাট্টা এড়িয়ে মানুষের মধ্যে সতর্কতা তৈরি করতে সাইরেন বাজাতে বাজাতে এগিয়ে চলে পুলিশের গাড়ি। সাইরেনের সেই শব্দ কানে আসতেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় এবং সাধারণ মানুষ বুঝতে পারেন সেখান দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে।
এছাড়া পুলিশের গাড়ির মাথায়ও ক্রমাগত জ্বলতে থাকে লাল নীল আলো। যাতে দূর থেকে দেখেই পুলিশের গাড়ি চিনতে পারেন সাধারণ মানুষ। কিন্তু পুলিশের গাড়িতে আলো হিসাবে এই দুটি বিশেষ রঙকেই কেন বেছে নেওয়া হয়েছে জানেন? এর পিছনে রয়েছে বিশেষ কারণ। আসলে আমরা সকলেই জানি লাল রং মানেই বিপদের সংকেত। যা দেখলে দূর থেকেই সতর্ক হয়ে যান সবাই। তাই লাল রঙ সবসময় জরুরি অবস্থা নির্দেশ করে।
এছাড়া কিছু গবেষণায় দেখা গিয়েছে লাল এবং নীল এই রঙ দুটি অনেক দূর থেকেও সহজে দেখা যায়। তাই এই রঙ দুটিকে ব্যবহার করা হয় পুলিশের গাড়িতে। এছাড়াও একটু লক্ষ্য করলে দেখা যাবে রাস্তাঘাটে প্রায় সমস্ত গাড়িতেই লাল রঙের আলো থাকে। তাই আর পাঁচটা সাধারণ গাড়ির সাথে যাতে পুলিশের গাড়ি মানুষ গুলিয়ে না ফেলেন তাই বিভ্রান্তি দূর করতেই পুলিশের গাড়িতে লাল আলোর সাথেই জ্বালানো হয় নীল আলো।
Leave a Reply