পুজোর আগেই চালু হচ্ছে নতুন দুয়ারে সরকার! মিলবে দুটি নতুন প্রকল্পের সুবিধা,

পুজোর আগেই চালু হচ্ছে নতুন দুয়ারে সরকার! মিলবে দুটি নতুন প্রকল্পের সুবিধা, কারা পাবেন এই পরিষেবা? কীভাবে করবেন আবেদন?

রাজ্যবাসীদের জন্য
দুর্দান্ত সুখবর!

পুজোর আগেই চালু হচ্ছে
৭ম দুয়ারে সরকার!

মিলবে দুটি নতুন
প্রকল্পের সুবিধা!
যা আগে কখনও ছিল না!

ঠিক কবে থেকে শুরু হচ্ছে?
নতুন প্রকল্প দুটি কি কি?

কারা পাবেন এই পরিষেবা?
কীভাবে করবেন আবেদন?

হাতে মাত্র কিছুদিন। এরপরেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হল দুয়ারে সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় একাধিক ক্যাম্প সম্পন্ন হয়েছে। এবারেও হবে। এই ক্যাম্পের আওতায় কি কি পরিষেবা দেওয়া হয় সকলেরই জানা। এই ক্যাম্প বিভিন্ন এলাকায় বসে। সেখানে গিয়েই এলাকাবাসীরা বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য় আবেদন করেন। কোনও অভিযোগ, অসুবিধা থাকলে জানান। তবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে বিশেষ চমক। যা কল্পনারও অতীত। এতদিন ধরে দুয়ারে সরকার ক্যাম্পে যে সব পরিষেবা দেওয়া হচ্ছিল এবার আরও বাড়তি পরিষেবা যোগ করেছে মুখ্যমন্ত্রী। ২টি নতুন প্রকল্পের পরিষেবা যুক্ত করেছে। এই দুটি প্রকল্পের জন্য এদিক ওদিক আর ছোটাছুটি করতে হবে না। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সহজে, কোনও ঝঞ্জাট ছাড়াই এই দুটি প্রকল্পের পরিষেবা পেতে পারেন যে কেউ।

এই নতুন প্রকল্প দুটি হল, বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন। এই দুটি প্রকল্পের সুবিধা এবারের দুয়ারে সরকার প্রকল্পে মিলবে সহজে, অনায়াসে। এর জন্য একটি টাকাও খরচ করতে হবে না। শুধু নিজের এলাকায় বসা দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই এই পরিষেবা দুটি সহজেই পেয়ে যাবেন। এই প্রকল্প দুটি সম্পর্কে অনেকেই জানেন না। তাদের জন্য জানিয়ে রাখি, বার্ধক্য ভাতা হলো ৬০ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের জন্য। এই প্রকল্পে বয়স্ক নাগরিকদের পেনশন দেওয়া হবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে নাম তুললেই, প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেবে রাজ্য।

অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য যে প্রকল্প চালু করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের একটি ডেটাবেস তৈরি হবে। এর ফলে, রেজিস্ট্রেশন থাকা কোনও পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে অন্য রাজ্যে গিয়ে যদি দুর্ঘটনায় প্রাণ হারায় তাহলে তার পরিবার দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্থ হয়ে আহত হলেও আর্থিক সাহায্য দেওয়া হবে চিকিৎসার জন্য। আর যদি কোন পরিযায়ী শ্রমিকের অঙ্গহানি হয় বা অন্য কোন বড় ঘটনা ঘটে তাহলে তাঁকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। এই দুটি প্রকল্প ছাড়াও থাকছে আরও ৩৩টি প্রকল্প। তার মধ্যে থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, ঐক্যশ্রী সহ আরও অনেক। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হবে। নির্ধারিত এই দিনগুলোর মধ্যে কেবলমাত্র রবিবার এবং ছুটির দিন বাদে পরিষেবা পাবেন সাধারণ মানুষেরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *