মহাদেবের এ কি মহিমা! সোজা ধরা দিলেন ভক্তকে, প্রকাশ্যে হাড়হিম করা দৃশ্য, দেখলেই গা শিউরে উঠবে

মহাদেবের এ কি মহিমা! সোজা ধরা দিলেন ভক্তকে, প্রকাশ্যে হাড়হিম করা দৃশ্য, দেখলেই গা শিউরে উঠবে

মহাদেবের এ কি মহিমা!
সোজা ধরা দিলেন যুবককে!

তাও আবার দিনের আলোয়!
জনসমক্ষে!

একেই বলে ৭ জন্মের পুণ্যফল!
লাখো ভক্তের মাঝে একজনই পাই!

প্রকাশ্যে হাড়হিম করা দৃশ্য!
দেখলেই গা শিউরে উঠবে!

( *ফুটেজ শুরুতেই দেবে না। শুরুতে কাল্পনিক দৃশ্য দাও। ফুটেজ বডির মাঝে দাও। চাইলে আগে ফুটেজ থেকে স্ক্রিন শট নিয়েইউজ করতে পারো* )

চলছে শ্রাবণ মাস। এই মাস শিব সন্তুষ্টির মাস। এই সময় শৈব ভক্তরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যান। ঠিক তেমনি বাবার মাথায় জল ঢালতে বেরিয়েছিলেন এক যুবক। বাবাকে সন্তুষ্ট করতে খালি পায়ে, উপোস করে জলের গড়া নিয়ে বহু দূর থেকে যাত্রা শুরু করেছিল ওই তরুণ ভক্ত। মহাদেবের নাম গাইতে গাইতে মন্দিরেও পৌঁছে গিয়েছিল। ভক্তি ভরে জলও ঢালে। এতক্ষণ পর্যন্ত সবই স্বাভাবিক। এরপরেই ফেরার পথে ঘটে এক অলৌকিক কাণ্ড। যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না।

আসার পথে বিশ্রামের জন্য একটি গাছের নীচে আশ্রয় নিয়েছিল ওই যুবক। প্রচণ্ড ক্লান্ত শরীরটাকে গাছের সাথে ঠাসিয়ে আরাম করছিল সে। কিছুক্ষণ পরেই উপলব্ধি করে, জামার ভেতর কিছু যেন নড়ছে। মনে হচ্ছে ঠাণ্ডা, গরম কিছু একটা নড়াচড়া করছে। ফোঁস ফোঁস আওয়াজও শোনা যায়। ব্যস হুঁশ ফিরতে যা দেখল, যুবকের রক্তচাপ বেড়ে যাওয়ার উপক্রম। যুবকের জামার ভেতর আস্ত বড় গোখরো সাপ। একেবারে বিষাক্ত জাত গোখরো। এক কামড়েই পরপার। ওই দৃশ্য দেখেই যুবকের প্রাণ যায় যায় অবস্থা। নড়াচড়া না করেই এক জায়গাতেই বসে কাঁপতে থাকে । পড়ে উপস্থিত পথচারীদের সাহায্যে সেই গোখরো সাপের হাত থেকে প্রাণে বাঁচে ওই যুবক। সত্যি মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে এমন কাণ্ড খুবই বিরল। এই দৃশ্য এটাই মনে করিয়ে দেয়, রাখে হরি মারে কে! তবে এক্ষেত্রে বলা যেতে পারে রাখে ভোলেনাথ মারে কে!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *