স্বপ্নে সাপ দেখছেন? জানেন স্বপ্নে সাপ দেখা শুভ নাকি অশুভ? ভয় না পেয়ে জানুন কি বলছেন বিশেষজ্ঞরা
স্বপ্নে সাপ দেখছেন?
জানেন স্বপ্নে সাপ দেখা
শুভ নাকি অশুভ?
কোন ইঙ্গিত দেয় এই স্বপ্ন?
দেখুন কি বলছেন বিশেষজ্ঞরা
আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখে থাকি। স্বপ্নে কখনও দেখা যায় সাপ আমাদের গলা পেঁচিয়ে উপরে উঠছে, আবার কখনও দেখা যায় আমাদের পায়ে সাপ তার বিষাক্ত দাঁতের ছোবল বসাচ্ছে। এই সব স্বপ্নের রেশ ঘুম ভাঙার পরেও থেকে যায়। সারাদিন মাথায় ঘুরতে থাকে। তবে এই ক্ষেত্রে ভয় না পেয়ে, স্বপ্নে সাপ কেন দেখেছেন সেই উত্তর জানার চেষ্টা করুন। অনেকেই মনে করেন স্বপ্ন কেবল স্বপ্ন এর সঙ্গে বাস্তবের কোনও যোগসূত্র নেই। কিন্তু এই ধারণা ভুল। স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নের সঙ্গে বাস্তব জগতের একটা যোগ রয়েছে। প্রতিটি মানুষের জীবনে স্বপ্নের একটা প্রভাব রয়েছে। তেমনি স্বপ্নে সাপ দেখলেও তারও কিছু শুভ, অশুভ প্রভাব রয়েছে। স্বপ্নে সাপ দেখার মধ্যেও লুকিয়ে থাকে বিভিন্ন রকম অর্থ। স্বপ্নশাস্ত্রে, সাপের স্বপ্ন দেখা নিয়ে, কী কী ব্যাখ্যা দিয়েছে দেখুন-
এক, আপনি যদি স্বপ্নে দেখেন কোন সাপ শিবলিঙ্গে জড়িয়ে রয়েছে, এর একটাই অর্থ আপনি মহাদেবের কৃপা লাভ করেছেন। আপনার সুখ, সমৃদ্ধি শীঘ্রই বাড়বে।
দুই, আপনি যদি বিছানায় সাপ দেখেন, সেক্ষেত্রে এটি যৌন শক্তির প্রতীক। বিছানায় সাপ দেখলেই বুঝবেন আপনার শয্যাসঙ্গী আসতে চলেছে।
তিন, স্বপ্নে যদি সাপকে ছোবল মারতে দেখেন, এর ইঙ্গিত কিন্তু মারাত্মক। এর অর্থ একটাই আপনার জীবনে ভয়ানক কিছু ঘটতে চলেছে।
চার, যদি দেখেন সাপ আমার গলা পেছিয়ে মাথার উপর উঠছে তাহলে বুঝবেন আপনি ভগবানের প্রিয় পাত্রে পরিণত হয়েছেন।
পাঁচ, যদি স্বপ্নে সাপকে কোনও মন্দিরের ভেতর যেতে দেখেন তাহলে বুঝবেন আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আপনি ধনী হতে চলেছেন। আয় উন্নতিতে ছাপিয়ে যেতে চলেছেন।
Leave a Reply