কালীঘাটে খেল দেখাবে মুকেশ আম্বানি! প্রকাশ্যে কালীঘাটের নতুন মডেল দেখলে বিশ্বাসই হবে না
কালীঘাটে খেল দেখাবে
মুকেশ আম্বানি!
মন্দিরের সংস্কার
কাজে হাত লাগাবে!
পাল্টে দেবে আস্ত কালীঘাট!
চিনতেই পারবেন না!
প্রকাশ্যে কালীঘাটের নতুন মডেল
দেখলে বিশ্বাসই হবে না!
এবার কালীঘাটের উন্নয়নে হাত লাগালেন খোদ মুকেশ আম্বানি। সরাসরি মুখ্যমন্ত্রীর এলাকায় চলে এলেন বিশ্ববরেণ্য ধনকুবের। সারা দুনিয়ায় যিনি নিজের ক্যালমা দেখান, এবার তিনিই খেল দেখাবেন বাংলার জনপ্রিয় তীর্থস্থান কালীঘাটে। এতদিন যে কালীঘাটকে আমরা চিনতাম, ছোট থেকে যে কালীঘাটকে দেখে আমাদের বড় হয়ে ওঠা, এবার এক নিমেষে বদলে যাবে কালীঘাটের চিরচেনা আদল। আর এই কাজটি করবেন মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। একদমই তাই। ঠিকই শুনছেন। শপিং মল, গ্রসারি শপ এর পর এবার কালীঘাটেও অবদান রাখবে আম্বানির সংস্থা।
মুকেশ আম্বানিকে এই দায়িত্ব নিজ হাতে তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি। কালীঘাট চত্বরকে আরও বেশি মান সম্মত, আধুনিক, ঝাঁ চকচকে করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। কালীঘাট কলকাতার বুকে সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট একটি তীর্থক্ষেত্র। কিন্তু কালীঘাটে একাধিক সমস্যা রয়েছে। যেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। তার মধ্যে অন্যতম ও প্রধান সমস্যাগুলো-
এক, কালীঘাটের মন্দির সংলগ্ন এরিয়াটি খুব সংকীর্ণ। মন্দিরে পৌঁছানোর যে রাস্তা ও গলি রয়েছে, সেগুলো অত্যন্ত সরু। পাণ্ডাদের আনাগোনা, দোকান পাটের জন্য অবস্থা আরও খারাপ। পুন্যার্থীদের চলাচলের জন্য একেবারেই সুবিধাজনক নয়। অনেক ভক্ত এই নিয়ে মন্দির কতৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন।
দুই, কালীঘাটের মায়ের মন্দিরের বিভিন্ন অংশগুলোর অবস্থা শোচনীয়। মন্দিরের গর্ভগৃহ, নাটমন্দির, শিব মন্দির, মন্দিরের সামনের বিরাট দুয়ার সমস্ত কিছুই সংস্কারের প্রয়োজন। বেশি দেরী করলে অঘটন ঘটার সম্ভাবনাও প্রবল।
তিন, কালীঘাট মন্দিরে দিনকে দিন ভক্তদের আনাগোনা বাড়ছে। দেশ, বিদেশ থেকে অগণিত ভক্ত কালীঘাটে মায়ের সাক্ষাৎ পেতে আসেন। এই সব পর্যটক ও ভক্তদের কথা মাথায় রেখে দ্রুত মন্দিরের সংস্কার কার্য সাধন করা খুবই জরুরী।
এই সমস্যাগুলো সমাধানের জন্য মাঠে নেমছে রিলায়েন্স। কালীঘাটকে আধুনিক ও মানসম্মত তীর্থ স্থানে পরিণত করতে দুর্দান্ত মডেল পরিকল্পনা করেছে আম্বানির সংস্থা। গোটা মন্দির চত্বরের আদল পাল্টে দেবে রিলায়েন্স। স্কাই ওয়াক থেকে শুরু করে লিফট, ঝকঝকে মন্দির প্রাঙ্গন সেজে উঠবে আস্ত কালীঘাট। দেখলে চিনতেই পারবেন না। মহানগরীর বুকে নতুন করে জন্ম নেবে মা কালীর বাসভূমি। ইতিমধ্যেই কাজ অল্প বিস্তর শুরু হয়ে গেছে।
Leave a Reply