মাইলফলক

সড়কপথে সফরকালে নির্দিষ্ট দূরত্ব অন্তর রাস্তার দু’পাশে চোখে পড়ে রঙবেরঙের মাইল ফলক। দূরত্ব নির্ণায়ক এই স্তম্ভগুলি দেখতে একই রকম হলেও এগুলির মধ্যে থাকে রঙের পার্থক্য। কখনও ভেবে দেখেছেন রাস্তার ধারে থাকা এই মাইল ফলকগুলি মধ্যে রঙের পার্থক্য কেন থাকে? আসলে এর পিছনেও রয়েছে এক বিশেষ কারণ। মাইল ফলকের রঙই বলে দেয় আমরা কোন এলাকায় রয়েছি। মাইল ফলকের রঙের উপর ভিত্তি করেই বোঝা যায় রাস্তাটি জাতীয় সড়ক, রাজ্য সড়ক নাকি কোনো গ্রামীণ সড়ক।

যাত্রীদের সুবিধার জন্যই এই মাইল ফলক বসানো হয়েছিল। মাইলফলকে লেখা দূরত্ব দেখে সুবিধাও হয় অনেকের। তাই রাস্তায় বেরিয়ে এই মাইল ফলকের রঙ দেখে সহজেই বোঝা যায় জায়গাটি কোথায়। সাধারণত রাস্তায় বেরোলে কোথাও সবুজ, তো কোথাও হলুদ কিংবা কমলা রঙের মাইল ফলক দেখা যায়। এছাড়া কোথাও-কোথাও নীল,কালো কিংবা সাদা রঙেরও মাইল ফলক নজরে পড়ে।

মাইলস্টোনের গায়ে হলুদ দাগ: ঘুরতে বেরিয়ে যদি রাস্তার পাশে হলুদ রঙের মাইলস্টোন চোখে পড়ে তাহলে বুঝে নিতে হবে এটি জাতীয় সড়ককে চিহ্নিত করছে। একের পর এক রাজ্য এবং শহরকে জুড়ছে এই জাতীয় সড়ক। দেশজুড়ে ১,৬৫,০০০ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই জাতীয় সড়ক। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্র সরকারের।

সবুজ মাইলস্টোন: সড়কপথে সফরকালে রাস্তাঘাট-মানুষজন এবং প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যেই যদি সবুজ রঙের মাইলস্টোন চোখে পড়ে তা হলে বুঝে নিতে হবে জাতীয় সড়ক ছেড়ে আপনি ঢুকে পড়েছেন রাজ্য সড়কে। রাজ্য সরকারের অধীনে থাকা সব সড়কের মাইল ফলক সবুজ রঙের হয়। ২০১৬ সালের তথ্য অনুযায়ী দেশের প্রায় ১,৭৬,১৬৬ কিলোমিটার এলাকায় রয়েছে এই ধরনের মাইলস্টোন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের ওপর।

মাইলস্টোনের গায়ে কমলা দাগ: কমলা রঙের মাইলস্টোন মানেই তা হল গ্রামাঞ্চলের রাস্তা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং জওহর রোজগার যোজনার অধীনে প্রায় ৩.৯৩ লক্ষ কিলোমিটার রাস্তা রয়েছে। দেশের যে কোনো পঞ্চায়েত এলাকার রাস্তাতেই দেখা যায় এই কমলা রঙের মাইলস্টোন।

মাইলস্টোনের গায়ে কালো বা নীল দাগ: এছাড়াও রাস্তার পাশে দেখা যায়, কালো, নীল কিংবা সাদা দাগ। এর অর্থ হল, এটি কোনও নির্দিষ্ট শহর বা জেলার রাস্তা। রিপোর্ট অনুযায়ী দেশে মোট ৫,৬১,৯৪০ কিলোমিটার দীর্ঘ জেলার রাস্তা রাস্তা রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *