উঠে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা! বোর্ড এক্সাম আর দিতে হবে না, নয়া সিস্টেম চালু করছেন মমতা
উঠে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা!
বোর্ড এক্সাম আর দিতে হবে না!
দশম ও দ্বাদশ শ্রেণীর
ফাইনাল পরীক্ষায় আমূল পরিবর্তন!
বড়সড় সিদ্ধান্তের পথে মমতা!
চালু করছেন নতুন সিস্টেম!
সরকারি বাংলা মিডিয়াম স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। বাংলা মিডিয়ামের পড়ুয়াদের কাছে খুবই গুরুত্ব পায় এই দুটি বোর্ড এক্সাম। বছরের পর বছর ধরে এই দুটি পরীক্ষার সাথে পরিচিত বাংলার পড়ুয়ারা। তবে এবার এই দুটি পরীক্ষা পদ্ধতি বাতিলের খাতায় যেতে চলেছে। কারণ সম্প্রতি বাংলায় নতুন শিক্ষা নীতি আনার পথে হাঁটছে নবান্ন। নতুন শিক্ষানীতি চালু হলে এই দুটি পরীক্ষা উঠে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। কারণ নতুন শিক্ষানীতিতে জানানো হয়েছে এবার থেকে কলেজের মত স্কুলগুলোতেও সেমিস্টার সিস্টেম চালু করা হবে।
সমস্ত স্কুলগুলোতে অষ্টম শ্রেণী থেকে সেমিস্টারের ধাঁচে পরীক্ষা পদ্ধতি চালু করার পরিকল্পনা চলছে। এক্ষেত্রে অনেকগুলো পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনীর পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ পাল্টে সেমিস্টারের মত ছয় মাস অন্তর ১টি করে অর্থাৎ বছরে মোট ২টি পরীক্ষা হবে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রেও আমূল পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। এমসিকিউ, এসএকিউ, সৃজনশীল ধাঁচের প্রশ্নপত্রকে অধিক প্রাধান্য দেওয়া হবে। নতুন শিক্ষানীতিতে এই পরিবর্তনগুলো যুক্ত হলে, বাস্তবেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কোনও অস্তিত্ব থাকবে না। এই দুটি পরীক্ষা খুব শীঘ্রই উঠে যাবে বলে মনে করছেন একাংশ।
Leave a Reply