ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নেতা মন্ত্রীদের মধ্যে রয়েছে বিস্তর মতের অমিল। তাই বিভিন্ন রাজ্যের, বিভিন্ন দলের বিরোধী নেতা-মন্ত্রীদের মধ্যে নানান বিষয়ে হামেশাই চলতে থাকে তর্ক বিতর্ক। তবে প্রবল প্রতিপক্ষ এইসব নেতা মন্ত্রীদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায় একটি বিরাট মিল। তা হলো ভারতবর্ষের যে কোন প্রান্তে যে কোন রাজ্যে গেলেই দেখা যাবে সেখানকার সমস্ত দলের নেতা মন্ত্রীরা পরে রয়েছেন সাদা রঙের পোশাক। কেউ পরেন খাদির সাদা শাড়ি, তো কেউ পরেন সাদা রংয়ের কুর্তা পাঞ্জাবি।
কিন্তু কখনও ভেবে দেখেছেন পৃথিবীতে এত রঙের সমাহার থাকতে কেন এই সাদা রঙটিকেই বেছে নিয়েছেন আমাদের দেশের সব রাজ্যের, সমস্ত দলের নেতা-মন্ত্রীরা? এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে দাবি করা হয়।
প্রথমত, ভারতের নেতা মন্ত্রীদের সাদা পোশাক পরার প্রচলন শুরু হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। যা শুরু করেছিলেন স্বয়ং জাতির জনক গান্ধীজি। সে সময় স্বদেশী আন্দোলনের ডাক দিয়ে বিদেশি বস্ত্র বর্জন করেছিলেন গান্ধীজি। সেসময় গান্ধীজির কথায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীরাও বিদেশী সমস্ত পোশাক পুড়িয়ে দিয়েছিলেন। পরিবর্তে চরকা কেটে তৈরি খাদি কাপড়ের পোশাক পরতে শুরু করেন সবাই। গান্ধীজি নিজেও চরকা কেটে তৈরী খাদির সাদা পোশাক পরতেন।
গান্ধীজি খাদির তৈরী এই দেশীয় বস্ত্রকে স্বনির্ভরতার প্রতীক হিসাবে মনে করতেন। সেসময় খাদির তৈরী সব পোশাকের একটাই রঙ হতো, তা হল সাদা। পরবর্তীতে গান্ধীজীর মতাদর্শে বিশ্বাস রেখেই আমাদের দেশের সমস্ত নেতা-মন্ত্রীরা এই সাদা পোশাককেই বেছে নিয়েছেন আজীবনের জন্য।
এছাড়া ভারতীয় রাজনীতিবিদদের কাছে এই সাদা রঙের রয়েছে বিশেষ গুরুত্ব। বিশেষ করে জনসাধারণের কাছে নিজেদের স্বচ্ছ এবং সরল ভাবমূর্তি তুলে ধরতে এই সাদা রঙটিকেই উপযুক্ত বলে মনে করেন তাঁরা। সাদা রং হলো ভারতীয় ঐতিহ্য এবং অহিংসার প্রতীক। তাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক দিয়েও এই রঙের গুরুত্বের কথা অস্বীকার করা যায় না। এই বিশেষ কারণেই ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত নেতা-মন্ত্রী রাই বেছে নিয়েছেন সাদা রঙের পোশাক।
Leave a Reply