অক্ষয় কুমার

পেশাদার যে কোনো অভিনেতাদের জীবনেই হিট সিনেমার পাশাপাশিই রয়েছে ফ্লপ সিনেমাও। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র কিংবা গোবিন্দা এরা সকলেই একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়ে সমৃদ্ধ করেছেন বলিউড ইন্ডাস্ট্রিকে। কিন্তু সেইসাথে তাঁদের কেরিয়ারে রয়েছে একাধিক ফ্লপ সিনেমা। কিন্তু এই জনপ্রিয় সুপারস্টাররা নন বলিউডে হাজার কোটি টাকা লোকসানের পিছনে রয়েছেন অন্য একজন অভিনেতা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলিউড সুপারস্টারদের মধ্যে ‘ডিস্কো কিং’ মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ফ্লপ সিনেমা। জানা যায় দীর্ঘদিনের অভিনয় জীবনে এই বলিউড সুপারস্টারের ঝুলিতে রয়েছে মোট ১৮০ টি ফ্লপ সিনেমা। তবে বলিউডের সবচেয়ে বেশি সংখ্যক ফ্লপ সিনেমার মালিক হিসাবে মিঠুনের নাম প্রথমে থাকলেও বলিউড প্রযোজকদের সবচেয়ে বেশি পরিমাণ লোকসান যে অভিনেতার জন্য হয়েছে তিনি অন্য একজন বলি তারকা।

বলিপাড়া সূত্রে খবর ফ্লপ ছবিতে অভিনয় করে প্রযোজকদের সবচেয়ে বেশি লোকসান করিয়েছেন যে বলিউড সুপারস্টার তিনি হলেন অক্ষয় কুমার। জানা যাচ্ছে নিজের দীর্ঘদিনের অভিনয় জীবনে অক্ষয় কুমার মোট ৫৭ টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন। যার ফলে তিনি প্রযোজকদের ১০০০ কোটি টাকার লোকসান করেছেন। নব্বইয়ের দশক থেকেই বলিউড কাঁপাচ্ছেন অক্ষয় কুমার। তবে ইন্ডাস্ট্রির এই ব্যস্ততম অভিনেতা গত ২ বছরে মোট ৬’টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন।

এই তালিকায় রয়েছে ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’, ‘লক্ষ্মী’, এবং ‘সেল্ফি’র মত সিনেমা। এই সিনেমাগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় মোট ৪০০ কোটি টাকার লোকসান করেছেন অক্ষয়। এছাড়া চলতি মাসেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ওএমজি ২। অক্ষয় ভক্তরা আপাতত ব্যাপক আশাবাদী এই আসন্ন সিনেমাটি নিয়ে।

২০২২ সালে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’ থেকে মোট ১৪০ কোটি টাকা এবং ‘রাম সেতু’ ছবি থেকে ৭০ কোটি টাকার লোকসান হয়েছিল। তবে খিলাড়ি কুমারের হিট লিস্টে থাকা ছবির সংখ্যাও নেহাত কম নয়। দীর্ঘদিনের অভিনয় জীবনে মোট ৪২টি হিট ছবি, ১১টি সুপারহিট ছবি এবং তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *