পার্থ, অর্পিতা অতীত! এবার চাকরি চুরিতে ধরা পড়ল ৪ শিক্ষক, ক্লাসরুম থেকে সোজা জেল! কত টাকায় চাকরি কিনেছিলেন তারা?
পার্থ, অর্পিতা অতীত!
এবার চাকরি চুরিতে
ধরা পড়ল ৪ শিক্ষক!
ক্লাসরুম থেকে
সোজা জেল!
যোগ্যতা নেই
মোটা অঙ্কের ঘুষ দিয়ে
শিক্ষক সেজে ঘোরাঘুরি!
কত টাকায় চাকরি কিনেছিলেন তারা?
কার হাতে দিয়েছিলেন টাকা!
ফাঁস হল কালো সত্য
টানা ১ বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে শ্রীঘরে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেক বড় বড় হেভি ওয়েট নেতা। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বড় চমক। যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। এতদিন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নেতা মন্ত্রীরা ধরা পড়েছেন, জেলে গেছেন, এবার ধরা পড়েছে খোদ শিক্ষক। এই প্রথমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে একসঙ্গে ৪ শিক্ষক। মোটা টাকার ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগ এই চার শিক্ষকের বিরুদ্ধে। এদের ৪ জনকেই জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
অভিযুক্ত ৪ শিক্ষকের নাম জাহিরুদ্দিন শেখ, সৌগত মণ্ডল, সাইগার হোসেন ও সিমার হোসেন। প্রত্যেকেই মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। এরা ৪ জনই মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে শিক্ষকতার চাকরি কেনেন। চাকরির জন্য, জাহিরুদ্দিন শেখ দেন সাড়ে ৫ লক্ষ, সৌগত মণ্ডল দেন সাড়ে ৫ লক্ষ। সাইগার ও সিমার হোসেনও দেন সাড়ে ৫ লাখ টাকা। এই ৪ জনের কারোরই শিক্ষক হওয়ার কোনও যোগ্যতাই নেই। ২০১৪ সালের প্রাথমিক টেটের পর ঘুষ দিয়ে তারা শিক্ষকের পেশায় ঢুকে যান। সিবিআই এর জেরায় এমনটাই শিকার করেন অযোগ্য ৪ শিক্ষক।
এই ঘুষের টাকা কাদের হাতে যেত, এই প্রশ্নের জবাবে তারা যা জানিয়েছেন শুনলে ভিমরি খাবেন। ঘুষের টাকা তারা তুলে দিয়েছিলেন পার্থ ও কুন্তল ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছে। প্রথমে এই টাকা তাপস মণ্ডলের কাছে গিয়েছিল। সেখান থেকে কুন্তলের কাছে। কুন্তলের কাছ থেকে চলে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠর কাছে। গোয়েন্দাদের দাবি এই ৪ শিক্ষককে জেরা করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। আপাতত ৪ জনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
Leave a Reply