সিলিন্ডারের দিন শেষ! এবার পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস
সিলিন্ডারের দিন শেষ!
এবার পাইপ লাইনের মাধ্যমে
বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস!
দিন রাত ২৪ ঘণ্টা জ্বলবে চুলো!
বন্ধ হবে না কখনও!
সমস্ত ঝক্কি কমে যাবে !
থাকছে বিস্তর সুযোগ-সুবিধা!
রাঁধুনিদের জন্য দুর্দান্ত সুখবর শোনাল রাজ্য সরকার। যা শুনলে আনন্দে লাফিয়ে উঠবে রাঁধুনি সহ গোটা বঙ্গবাসী। গ্যাস সিলিন্ডার নিয়ে শোনাল বড়সড় আপডেট। এবার থেকে সম্পূর্ণ অচল হয়ে যাবে গ্যাস সিলিন্ডার। আর বাড়ি বাড়ি দেখা যাবে না গ্যাস সিলিন্ডার। কারণ এবার থেকে রান্নার জন্য গ্যাস আসবে অন্য ভাবে। সিলিন্ডারে নয়। পাইপ লাইনের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার। ফলে গ্যাস সিলিন্ডার নিয়ে ঝক্কির দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। গ্যাস ওভেনে আগুন দিলেই জ্বলবে চুলো। লাগবে না সিলিন্ডারের কানেকশন। পাইপ লাইন থেকেই আসবে গ্যাস। গ্যাস পরিষেবাকে আরও বেশি উন্নত ও সহজসাধ্য করে তুলতেই এমন উদ্যোগ বাস্তবায়ন করতে চলেছে রাজ্য সরকার। হঠাৎ কেন এমন উদ্যোগের পথে হাঁটছে রাজ্য সরকার? এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ –
এক, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। গৃহস্থের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। ফলে প্রাণ সংকট ঘটে। এছাড়াও রাস্তা দিয়েও গ্যাস সিলিন্ডার বয়ে আনার সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই ধরনের হুমকি স্বরূপ বিপদকে মোকাবিলা করতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার।
দুই, অনেক সময় গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে, গ্যাসের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হলে, সেক্ষেত্রে গ্যাস ফুরিয়ে যাওয়ার মত সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে। যখন তখন গ্যাস ফুরোনোর ব্যাপার থাকবে না। ২৪ ঘণ্টা অবিরাম গ্যাস জ্বালানো যাবে।
তিন, অনেক সময় বাড়ি বাড়ি রান্নার গ্যাস দিতে গিয়ে, গ্যাসের ভ্যানগুলোর জন্য যানজট সৃষ্টি হয়। পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হলে এই সমস্যা থেকেও রেহাই মিলবে। কবে থেকে এই পরিষেবা উপলব্ধ হবে, শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply