গ্রামে গিয়ে এ বার পড়াতে হবে সরকারি শিক্ষকদের, নয়া নিয়ম চালুর ভাবনা রাজ্যের শিক্ষানীতিতে
টানা ৫ বছর
গ্রামের স্কুলে পড়াতে হবে
সরকারি শিক্ষকদের!
চলবে না কোনও অজুহাত!
গ্রাম্য পড়ুয়াদের
আর করা যাবে না অবহেলা!
ইংরেজি মিডিয়াম স্কুলেও
পড়াতে হবে বাংলা!
বড়সড় ৪টি উদ্যোগ নিল
মমতা ব্যানার্জি!
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল। এত বড় বদল এর আগে কোনও দিন হয়নি। এবার এমন পরিবর্তন আসছে যা চমকে দেবে শিক্ষক থেকে পড়ুয়াদের। গুণে গুণে ৩টি ক্ষেত্রে এই বদল ঘটতে চলেছে। নতুন এই বদলগুলোকে অবশ্যই মানতে হবে শিক্ষক ও পড়ুয়াদের। তবে এই ৩টি নতুন পরিবর্তনের মধ্যে একটি শুনলে শিক্ষকদের মাথায় বাজ পড়বে। চলুন এক নজরে দেখে নিন এই ৪টি বদল কি কি-
এক, শিক্ষকদের ৫ বছর গ্রামের স্কুলে পড়াতে হবেঃ চাকরির বদলি নিয়ে শিক্ষকদের অভিযোগ দীর্ঘদিনের। বেশির ভাগ শিক্ষকদের চাহিদা বাড়ির পাশে থেকে চাকরি করবে। কোনও শিক্ষকের গ্রামের দিকে চাকরি পড়লে সেই সব ক্ষেত্রে তারা নানা রকম অজুহাত দেখিয়ে চাকরি স্থানান্তের আবেদন জানান। গ্রামের দিকে কেউ ডিউটি করতে চায় না। এর ফলে গ্রামের পড়ুয়ারা ভালো ভালো শিক্ষকদের সংস্পর্শে আসতে পারছে না। তাদের কাছে শিক্ষার আলো পৌঁছাতে পারছে না। এর ফলে পিছিয়ে পড়ছে প্রান্তিক অঞ্চলের পড়ুয়ারা। যা একপ্রকার বৈষম্য। এবার থেকে শিক্ষকদের এই ধরনের আবেদনে রেয়াত দেওয়া হবে না। রাজ্য শিক্ষা দফতরের তরফে কড়াকড়ি ভাবে জানানো হয়েছে, প্রতি শিক্ষককে বাধ্যতামুলকভাবে কর্মজীবনের ৫ বছর গ্রামের স্কুলে পড়াতে হবে। যদি কেউ এই নিয়ম না মানে চাকরি বাতিল করা হবে।
দুই, বাংলা ভাষাকে সবার আগে গুরুত্ব দিতে হবেঃ সরকারি হোক বা বেসরকারি এবার থেকে সমস্ত স্কুলে বাংলা ভাষাকে সবার আগে রাখতে হবে। রাজ্যের প্রত্যেক স্কুলে বাংলাকে প্রথম ভাষার তকমা দিতে হবে। বাংলার পরেই ঠাঁই পাবে হিন্দি, ইংরেজি। প্রতিটা ছাত্র ছাত্রীকে বাংলায় সরগর হতেই হবে।
তিন, সেমিস্টার সিস্টেম চালুঃ এবার থেকে প্রাইভেট স্কুলের পাশাপাশি সরকারি স্কুলগুলোতেও সেমিস্টার সিস্টেম চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এতে পড়ুয়াদের চাপ কমবে।
চার, ইউনিক আইডেন্টেটি কার্ড তৈরিঃ এবার থেকে পড়ুয়াদের জন্য ইউনিক আইডেন্টেটি কার্ড তৈরি করা হবে। এই কার্ডে থাকবে মেমরি চিপ। যেখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভের রেজাল্ট নথিবদ্ধ থাকবে।
তবে এই নতুন ৪টি নিয়ম এখনও চালু হয়নি। সব কিছু ঠিক থাকলে এই নতুন নিয়মগুলো চালু হবে।
Leave a Reply