মহাদেবকে চরম অপমান করলেন মমতা ব্যানার্জি! ছুঁড়ে ছুঁড়ে মারলেন ফুল, বেলপাতা, রেগে কাঁই সুকান্ত মজুমদার!
মহাদেবকে চরম অপমান
করলেন মমতা ব্যানার্জি!
ছুঁড়ে ছুঁড়ে মারলেন
ফুল, বেলপাতা!
হিন্দুদের ভাবাবেগে দিলেন আঘাত!
বিন্দুমাত্র ভক্তি নেই!
মন্দিরেও দাদাগিরি!
রেগে কাঁই সুকান্ত মজুমদার!
চরম কটাক্ষ মুখ্যমন্ত্রীকে!
ভাইরাল করলেন ভিডিও!
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যিনি তর্ক বিতর্কের শিরোমণি। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা হোক বা কোনও কর্মকাণ্ড সবেতেই তাঁকে নিয়ে চর্চা হবেই হবে। কখনও পূজোর মন্ত্র বলতে গিয়ে তিনি ভাইরাল, কখনও তিনি জাতীয় সঙ্গীত গেয়েই মিম মেটারিয়াল। যাই হোক, এবার তিনি ভাইরাল হয়েছেন মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে। শ্রাবণ মাসে দেবাদিদেবকে সন্তুষ্ট করতে একটি শিব মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানেই গিয়েই প্রাণভরে পূজো করেন মহাদেবের। পুজো করতে গিয়েই বাঁধিয়েছেন বড়সড় গোল। যা নিয়ে ক্ষেপে আগুন বিরোধী থেকে আমজনতার একাংশ। মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি নাকি মহাদেবকে অপমান করেছেন। ঘটনার সূত্রপাত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমজদারের টুইট থেকে। সেখানেই তিনি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রীর মহাদেবকে পুজো করার সেই ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, মন্দিরে প্রবেশ করে মহাদেবের পূজো করার প্রস্তুতি নিচ্ছেন। সেই সাথেই তিনি জানান, তাঁর পায়ে ব্যাথা, তাই তিনি দাঁড়িয়ে পুজো করতে চান। মন্দিরে উপস্থিত পুরোহিতরা মুখ্যমন্ত্রীকে চেয়ার নিতে বললেও তিনি দাঁড়িয়েই পুজো করার ইচ্ছাপ্রকাশ করেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। এরপরেই ভিডিওতে দেখা যায় সেই বিতর্কিত দৃশ্য। যা নিয়ে তোলপাড় রাজ্যরাজনীতি। ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে পূজো করার কারণে মহাদেবের মাথায় যে ফুল, বেলপাতা, দুধ তিনি ঢালছিলেন, সেটা অনেকটা ওপর থেকেই পড়ছিল। যা দেখতে বড্ড দৃষ্টিকটু লাগে। ব্যস এই ইস্যুকে কেন্দ্র করেই ক্ষেপে যায় বিজেপির একাংশ। মহাদেবকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছেন। এই নিয়েই তেঁতে ওঠেন সুকান্ত মজুমদার। ভিডিওটি টুইট করে মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ করে, লেখেন,
‘ মুখ্যমন্ত্রী যেভাবে ফুল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি পুজো করায় বিশ্বাসী নন। পুজো করার সময় তার ভাব ভঙ্গিমায় কোনও ভক্তির প্রতিফলন নেই। আপনি তাহলে কেন পুজো বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহাদেবকে এভাবে অপমান করে কি আপনি আপনার ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান?’
সোশ্যাল মিডিয়াতেও অনেকে মুখ্যমন্ত্রীর পুজো করার রীতি রেওয়াজ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তবে জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোর পায়ে সম্প্রতি অস্ত্রপাচার হওয়ায় তিনি দাঁড়িয়ে পূজো দিয়েছেন।
Leave a Reply