ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে নুসারতের পাশে দাঁড়ালেন সায়নী ঘোষ! দিলেন চোখা চোখা জবাব, দুই বান্ধবীর নিশানায় ইডি-সিবিআই
ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে
নুসারতের পাশে দাঁড়ালেন সায়নী ঘোষ!
দিলেন চোখা চোখা জবাব!
কোটি কোটি টাকা
প্রতারণার অভিযোগ!
তবুও বান্ধবীকেই সমর্থন সায়নীর!
দুই বান্ধবীর নিশানায়
ইডি-সিবিআই!
বিস্ফোরক দুজনেই!
ইডির নিশানায় তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান। তার বিরুদ্ধে উঠেছে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। বয়স্ক সিটিজেনদের ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে তিনি নাকি ২৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমনটাই দাবি অভিযোগকারীদের। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদপত্র, সর্বত্র ছেয়ে গেছে নুসরাতের ফ্ল্যাট দুর্নীতির খবর। নুসরাতের এহেন টানা পোড়নের মাঝেই এবার মুখ খুললেন সায়নী ঘোষ। তৃণমূলের যুবনেত্রী। যিনি একদিকে দলের অন্দরে নুসরাতের সহকর্মী, অন্যদিকে টলিপাড়ায় কাজের সূত্রে নুসারাতের বান্ধবী। দুদিক থেকেই সায়নীর কাছে মানুষ।
বান্ধবী নুসরাত জাহানের এই পরিস্থিতিতে মুখ খুললেন তিনি। জানালেন মনের কথা। সায়নী জানিয়েছেন, কিছু দিন আগে তিনিও নুসরাতের জায়গায় ছিলেন। কুন্তল ঘোষের সূত্রে, দুর্নীতিতে জড়িয়ে পড়ে তার নাম। ইডির আতস কাচের নীচে চলে আসেন তিনিও। জেরা, জিজ্ঞাসাবাদে হাঁপিয়ে ওঠেন। পরিস্থিতি এক পর্যায়ে মিডিয়া ট্রায়ালে চলে যায় বলে দাবি করেন। বিচার প্রক্রিয়া হওয়ার আগেই যেভাবে মিডিয়ার দৌলতে একজন মানুষ দোষী হয়ে যায়, সেই নিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বলেও জানান তিনি। সায়নী জানান, মিডিয়া ট্রায়াল কিংবা টিআরপির জন্য বান্ধবী নুসরাতের কোনও ক্ষতি তিনি চান না। সায়নীর ভাষায়-
‘আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে বুঝেছি মিডিয়া ট্রায়াল একটা বড় ব্যাপার। আদালতের তরফে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগে দোষী বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। আমার সঙ্গে নুসরতের কথা হয়নি। তবে এটা ঠিক, ভিউজ বা টিআরপির জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে সেটা ভাবা উচিত।
এদিকে, সায়নীর মত নুসরাতও তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে দুই বান্ধবীর গলায় একই সুর। দুজনের অপরাধ প্রমাণিত হয়নি তার আগেই তাদের নাম কলঙ্কিত করছে মিডিয়া। গণমাধ্যম কর্মীদের টিআরপির জন্য দুজনের ইমেজ নষ্ট হচ্ছে বলে দাবি তাদের।
এই মুহূর্তে নুসরাত কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, সেই নিয়ে এখনও সদুত্তর দেননি তিনি। বরং ৭ মিনিটের প্রেস কনফারেন্স করে দায় মিটিয়েছেন নায়িকা সাংসদ।
Leave a Reply