এই মুহূর্তে লোকসভার ভোট হলে কোন জোট জিতবে? I.N.D.I.A নাকি N.D.A? সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

এই মুহূর্তে লোকসভার ভোট হলে কোন জোট জিতবে? I.N.D.I.A নাকি N.D.A? সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

এই মুহূর্তে লোকসভার ভোট হলে
কোন জোট জিতবে?
I.N.D.I.A নাকি N.D.A?

জনপ্রিয়তায় এগিয়ে আছে কারা?
কে করবে বাজিমাত?

দিল্লীর শাসনভার পাবে কে?
মোদী, মমতা নাকি রাহুল?

সমীক্ষায় উঠে এলো
চাঞ্চল্যকর তথ্য!

সামনেই লোকসভা ভোট। সেই নিয়েই চলছে জোর প্রস্তুতি। শাসক থেকে বিরোধী একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে। বিজেপিকে বাজিমাত দিতে, জোট বেঁধেছে ২৬টি বিরোধী দল। জোটের নাম I.N.D.I.A। পিছিয়ে নেই বিজেপি। তাদের তরফেও ৩৮টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে N.D.A জোট। ‘বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী’- এমন মনোভাব নিয়েই এগিয়ে চলেছে দুই জোট। দুই জোটের তোড়জোড় দেখে একটাই প্রশ্ন, কে জিতবে? ২০২৪ সালে কার দখলে যাবে দিল্লীর সিংহাসন? যেহেতু ভোট হতে এখনও দেরী, তাই কে জিতবে সেই উত্তরের জন্যও দীর্ঘ সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে ভোট হলে কে জিতবে, সেই উত্তর সামনে নিয়ে এলো India TV CNX Opinion Poll। ইন্ডিয়া টিভি দেশ কি আওয়াজ, তাদের চ্যানেলে একটি সমীক্ষা রিপোর্ট সম্প্রচার করেছে। সেখানেই উঠে এসেছে এই মুহূর্তে ভোট হলে কে জিতবে, সেই উত্তর। সমীক্ষায় যা জানা যাচ্ছে শুনলে চমকে উঠবেন। দেখুন কোন জোটের পক্ষে কত ভোট যেতে পারে-

N.D.A জোটঃ- এই সমীক্ষায় সবচেয়ে স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে N.D.A জোট। তবে স্বস্তির পাশাপাশি অস্বস্তিও রয়েছে। যেমন, সমীক্ষা রিপোর্ট অনুসারে এই মুহূর্তে ভোট হলে, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে N.D.A জোট। তারা এবার ৩১৮টি আসন পেতে পারে। তবে এদিকে বাড়লে কি হবে, এই জোটের গুরুত্বপূর্ণ সদস্য বিজেপির আসন সংখ্যা আগের তুলনায় কমতে পারে। গতবার বিজেপি একাই পেয়েছিল ৩০৩ টি আসন। সেই জায়গায় বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে ২৯০। এই মুহূর্তে ভোট হলে, উত্তরপ্রদেশ থেকে বিজেপির জোর অনেকটা বাড়তে পারে। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টিই যেতে পারে বিজেপির পক্ষে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা দাঁড়াতে পারে ১২। সব মিলিয়ে ভালো, খারাপ দু রকম ফল পাবে N.D.A জোট।

I.N.D.I.A জোটঃ- এই মুহূর্তে ভোট হলে I.N.D.I.A জোট পেতে পারে, ১৭৫ টি আসন। কংগ্রেসের আসন সংখ্যা ৫২ থেকে বেড়ে হতে পারে ৬৬। তৃণমূলের লোকসভার আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ২২ থেকে ২৯। এর ফলে, দেশের তৃতীয় বৃহত্তম দল হিসাবে জায়গা করে নিতে পারে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি উদ্ভব ঠাকরের শিবসেনার আসন সংখ্যা ৬ থেকে বেড়ে হতে পারে ১১ । কেজরিওয়ালের আম আদমি পার্টির আসন সংখ্যা হতে পারে ১০। সব মিলিয়ে I.N.D.I.A জোটের পক্ষেও ভালো খারাপ দুরকমের প্রতিক্রিয়া মিলেছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *