Bhokto

ভক্ত মৃত্যুতে শোকের ছায়া পরিবারে

২৫ বছর ধরে এই পরিবারই রয়েছে সে
পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।
তার মৃত্যু সংবাদে এলাকাকে এলাকা মানুষ ছুটে আসছে ।
সংস্কৃত উচ্চারণ করে আত্মার শান্তি কামনা করছে আত্মীয় পরিজনেরা
কিন্তু একি !
মৃতের ছবির দিকে তাকিয়ে অবাক বহিরাগত মানুষ
মানুষের চমকে যাওয়ার কারণই বা কি!

কে এই ভক্ত ?




ভালোবাসা নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তেমনি কে কাকে ভালোবাসবে তারা নির্দিষ্ট কোন ধরন হয় না । হাবড়ার মজুমদার পরিবার। পরিবারে অন্যান্য সদস্যর মতো অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভক্ত ।২৫ বছর ধরে এই পরিবারই রয়েছে সে । বাড়ির বাইরে নেম প্লেটে তার নাম লেখা না থাকলেও এলাকার হেন কোন মানুষ নেই যে তাকে চেনে না। তার এই আকস্মিক মৃত্যুতে বাড়িতে হচ্ছে শ্রাদ্ধ শান্তি । আত্মীয়- প্রয়োজনেরা শ্রাদ্ধের মন্ত্র পড়ে ভক্তের আত্মার শান্তি কামনা করছে। সংস্কৃত মন্ত্র উচ্চারণ রজনীগন্ধার মালা, ধূপ ধুনো এসবের মাঝে হঠাৎ মৃতের ছবির চোখ যেতেই বিস্মিত পাওয়ার জোগাড় । যার ছবিতে মালা সে তো কোন মানুষ নয় এক টিয়া পাখি মজুমদার পরিবারের ভক্ত এক টিয়া পাখি।
Paste:
0;00-0;22 lal saree





২৫ বছর ধরে হাবরার এক নম্বর ওয়ার্ডের আয়রা মাঠপাড়া এলাকায় মজুমদার বাড়ি ছিল তার আস্তানা। দিন তিনেক আগে বাড়িতে চলছিল অনুষ্ঠান, সেখানেই মাইকের আওয়াজে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পোষ্য টিয়াপাখি ভক্ত। মুহূর্তেই পরিবারের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউই। সুস্থ ভক্ত হঠাৎই হয়ে পড়ে অসুস্থ। ছুটে আসে আশপাশের এলাকার মানুষজনও।
Byte 1:10-1:40 dhooti

চোখ মুছতে মুছতেই এক সদস্য জানান হৃদরোগেই হয়তো সকলকে ছেড়ে চলে যায় ভক্ত টিয়া পাখি অনুমান পরিবারের সদস্যদের। আর তারপরেই রীতিমতো নিষ্ঠা সহকারে ভক্তর দেহ গঙ্গায়, কলার ভেলায় ফুল মালা দিয়ে ভাসিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে। আর তারপর থেকেই ফল ও সিদ্ধ ভাত খেয়েই অশুচ পালন করেন গোটা পরিবার। এদিন পুরোহিত ডেকে শ্রাদ্ধা অনুষ্ঠানের মধ্যে দিয়েই হল ভক্তর টিয়ার পারলৌকিক কাজ। শুধু তাই নয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের পর করা হয় মৎস্যমুখীরও আয়োজন। শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারের সকল সদস্যই ইচ্ছা প্রকাশ করলেন, পরের জন্মে ভক্ত যেন মানুষ হয়েই জন্মায় এই পরিবারে। ভক্ত না থাকায় আজ অনেকটাই যেন ফাঁকা গোটা বাড়ি


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *