স্ট্যাচু অফ ইউনিটিও ফেল! তৈরি হচ্ছে নরেন্দ্র মোদির বিশাল মূর্তি! কোথায় বসছে? খরচ কত?

স্ট্যাচু অফ ইউনিটিও ফেল! তৈরি হচ্ছে নরেন্দ্র মোদির বিশাল মূর্তি! কোথায় বসছে? খরচ কত?

বেঁচে থাকতেই তৈরি হচ্ছে
মোদির বিশাল বড় মূর্তি!

যার কাছে
স্ট্যাচু অফ ইউনিটিও ফেল!
চুনোপুঁটি স্ট্যাচু অফ লিবার্টিও!

বেঁচে থাকতে এমন সম্মান,
একেবারেই বিরল!

কোথায় বসছে এমন স্ট্যাচু?
খরচ কত কোটি?

মোদির এমন স্ট্যাচু বসানোর
উদ্দেশ্যই বা-কী?

সারা বিশ্বে কারো কপালে যে সম্মান জোটেনি, এবার সেই সম্মান অর্জন করতে চলেছেন নরেন্দ্র মোদী। বড় বড় ব্যক্তিত্বদের ঝুলিতেও এমন সম্মান ও কৃতিত্ব নেই। এই প্রথম বার মোদীর ভাগ্যে জুড়তে চলেছে এমনই একটি সম্মান। তৈরি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুবিশাল এক মূর্তি। এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। একেবারে আকাশছোঁয়া। যার কাছে চুনোপুঁটি স্ট্যাচু অফ লিবার্টি! পাত্তাও পাবে না গুজরাতের সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিও। এর আগে বিশ্বের কোনও প্রধানমন্ত্রীর এত বড় মূর্তি তৈরি হয়নি। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম। যার বিশাল বড় মূর্তি নির্মিত হবে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মূর্তি হতে চলেছে এটি।

কোথায় তৈরি হবে এই মূর্তি?

মহারাষ্ট্রের পুনের লাভাসা সিটিতে তৈরি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মূর্তি। যার উচ্চতা ১৯০-২০০ মিটার। চলতি বছরের ৩১ ডিসেম্বর কিংবা তার আগে নরেন্দ্র মোদির এই মূর্তিটি উন্মোচন হতে পারে।

কেন তৈরি হচ্ছে এই মূর্তি?

এই মূর্তিটি তৈরির বেশ কিছু উদ্দেশ্য রয়েছে।

এক, এই মূর্তিটি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বকে সম্মান জানাবে।

দুই, জাতির প্রতি, দেশের প্রতি মোদীর আত্মবলিদানের স্বরূপ হবে মোদীর এই স্ট্যাচু।

তিন, মোদী সাথে সাথেই সমগ্র ভারতবাসীর ঐক্য ও দেশপ্রেমকেও উৎসর্গ করা হবে এই মূর্তি।

চার, নরেন্দ্র মোদীর এই স্ট্যাচুটির সাথে সাথে নির্মিত হবে জাদুঘর ও সংগ্রহ শালা। যেখানে মোদীর জীবন ও অর্জনের প্রদর্শনী থাকবে। মূর্তিটির নির্মাণ খরচ কোটি কোটি টাকা। তবে এখনও মোট খরচের পরিমাণ সামনে আসেনি।

পাঁচ, মূর্তিটির উন্মোচনেও বিশেষ আকর্ষণ থাকবে। উন্মোচনের অনুষ্ঠানে থাকবে, ইসরায়েল, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের প্রতিনিধিরাও।

সব মিলিয়ে গোটা ভারত অপেক্ষায় রয়েছে কবে উদ্বোধন হবে এই মূর্তিটি। সব কিছু ঠিকঠাক থাকলেই খুব শীঘ্রই ভারতের মুকুটে যুক্ত হবে নতুন পালক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *