মুসলিমদের প্রতি আরও বেশি দরদী মমতা ব্যানার্জি! ফুরফুরা শরিফের উন্নয়নে ঢালছেন কোটি কোটি টাকা, মোট কত টাকা খরচ করছেন মমতা?
মুসলিমদের প্রতি
আরও বেশি দরদী মমতা ব্যানার্জি!
মুসলমানদের পিছনে ওড়াচ্ছেন
কাড়ি কাড়ি টাকা!
নিয়ে এলেন আরও বড় উপহার!
এবার ফুরফুরা শরিফের উন্নয়নে
ঢালছেন কোটি কোটি টাকা!
জানেন মোট কত টাকা
খরচ করছেন মমতা?
হিন্দুদের পাশাপাশি মুসলিমদের জন্যও ভাবনা চিন্তা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে বেশ নাম ডাক রয়েছে তাঁর। মুসলিমদের কথা মাথায় রেখেই নানা রকম উদ্যোগ নিতে দেখা যায় বঙ্গনেত্রীকে। মুসলিমদরদী মমতা এবারেও এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা শুনলে আনন্দে লাফাবে বাংলার লাখ লাখ মুসলিমরা। এবার ফুরফুরা শরিফের উন্নয়নের জন্য ৫৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ফুরফুরা শরীফ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থক্ষেত্র। যার জনপ্রিয়তা, এপার বাংলা থেকে ওপার বাংলা- দুই বাংলাতেই রয়েছে। প্রতিবছর লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই তীর্থক্ষেত্রে ভিড় জমায়। ফুরফুরা শরিফ ধর্মীয় দিক থেকে যতটা গুরুত্বপূর্ণ, একই ভাবে রাজনৈতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে, ভোট বাক্সের জোর বাড়ানোরও সম্ভাবনা থাকে প্রবল। তাই লোকসভার আগে আগেই ফুরফুরা শরীফের দিকে নজর ঘোরালেন রাজ্য সরকার।
রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, ফুরফুরা শরীফের মেরামত ও সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য ৫৮ কোটি টাকা খরচ করা হবে। ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের মাধ্যমে এই অর্থ খরচ করা হবে। ফুরফুরা শরীফের উন্নয়নের পাশাপাশি, তৈরি হবে, ফুরফুরা শরীফের একটি অফিস ও একটি মুসাফির খানা। ধারণা করা হচ্ছে, বর্তমানে যেখানে ফুরফুরা শরিফ রয়েছে, তার গেটের পাশে যে জমি রয়েছে সেখানেই হবে অফিস ও মুসাফিরখানা। যতদিন না এগুলো গড়ে ওঠে, ততদিন পর্যন্ত শ্রীরামপুরে মহকুমা শাসকের অফিস থেকে কাজ চলবে। ফুরফুরা শরিফেরই বর্তমান পিরজাদা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। তৃণমূলের ঘোর বিরোধী নওশাদ। প্রথমে ধারণা করা হয়েছিল, নওশাদের প্রভাব রয়েছে বলে, ফুরফুরা শরীফে মমতা তেমন কিছু করবেন না। কিন্তু সেই ধারণা ভুল। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফুরফুরা শরীফের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। কারণ লোকসভার আগে রাজ্য সরকারের পাখির চোখ ফুরফুরা শরীফ। পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশ , উভয় জায়গায় ব্যাপক জনপ্রিয় এই তীর্থক্ষেত্র। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং মালদহ, মুর্শিদাবাদের বাঙালি মুসলিমদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে ফুরফুরা শরীফ।
Leave a Reply