জানেন মহাকাশে সহবাস করা নিষিদ্ধ কেন? এর পেছনে আছে ৮টি কারণ, জানিয়েছেন বিজ্ঞানীরা
জানেন মহাকাশে
সহবাস করা নিষিদ্ধ কেন?
মহাকাশে শারীরিক মিলন
অত্যন্ত ভয়ংকর!
প্রেগন্যাণ্ট হলেই সর্বনাশ!
ঝুঁকিতে পড়বে
হবু মা ও সন্তান!
এর পেছনে আছে ৮টি কারণ
জানিয়েছেন বিজ্ঞানীরা!
মহাকাশ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বহুদিনের। তার মধ্যেই একটি হল শারীরিক মিলন। যে কোনও প্রাপ্ত বয়স্কদের কাছে শারীরিক মিলন একটি সাধারণ চাহিদা। এই চাহিদা মেটাতে হলে মিলন বাধ্যতামূলক। এখন প্রশ্ন হল, মহাকাশে বসে, মহাকাশযাত্রীরা কীভাবে এই চাহিদা পূরণ করে। কীভাবে তারা যৌন মিলন সম্পন্ন করে! আদৌ কি তারা সঙ্গমে লিপ্ত হতে পারে! এই নিয়ে মুখ খুলেছেন বিজ্ঞানীরা। মহাকাশে যৌন মিলন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই জানাই, এখনও পর্যন্ত কেউ মহাকাশে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। এই ধরেনের কোনও রেকর্ড আপাতত নেই। মহাকাশে বসে সঙ্গম করা যাবে, এমন নিয়ম এখনও পাস হয়নি। মহাকাশে শারীরিক মিলন সম্পূর্ণ নিষিদ্ধ।
কেন নিষিদ্ধ?
এক, মহাকাশে শারীরিক ঘনিষ্ঠতা না বাড়ানোর প্রধান কারণ, সেখানে মধ্যাকর্ষণ শক্তি নেই। এর ফলে মহাকাশে শারীরিক মিলনে লিপ্ত হওয়া বেশ দুষ্কর।
দুই, শারীরিক মিলনে লিপ্ত হতে গেলে নির্দিষ্ট একটি পজিশনের প্রয়োজন পড়ে। কিন্তু মহাকাশে এই পজিশন নির্মাণ করা কঠিন। কারণ মধ্যাকর্ষণ বল না থাকায় মহাকাশে সবই ভাসমান। এমনকি মহাকাশযাত্রীরাও সেখানে ভাসমান অবস্থায় ঘুরে বেড়ায়। এই পরিপ্রেক্ষিতে সেখানে যৌন মিলন একেবারেই সম্ভব নয়।
তিন, মহাকাশে শারীরিক মিলন নিষিদ্ধ হওয়ার আরও একটি কারণ, মহাকাশে কেউ অন্তঃস্বত্বা হলে এর ফল হবে ভয়াবহ। বিজ্ঞানীদের মতে, মহাকাশে অন্তঃসত্ত্বা মহাকাশচারী ও ভ্রূণের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল।
চার, মহাকাশে বিভিন্ন ধরনের রশ্মি ও তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয়। যা ভ্রূণের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি প্রাণ নাশ করতে পারে।
পাঁচ, মহাকাশে মানবদেহের রক্তসঞ্চালন, হাড়ের বৃদ্ধি ও পেশির কার্যকারিতা অন্যভাবে প্রভাবিত হয়। যা পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। এই পরিস্থিতিতে কোনও মহাকাশচারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তা খুবই বিপজ্জনক হতে পারে। অনাগত সন্তান ও হবু মা দুজনেরই প্রাণ সংকটে পরতে পারেন।
ছয়, মানুষের দেহে বেশ কিছু জীবাণু থাকে। মহাকাশে গেলে এই জীবাণুগুলির চরিত্র বদলে যেতে পারে। অনেক সময় এই জীবাণুগুলো মারাত্মক ভয়ংকর হয়ে ওঠে। এর ফলে যদি কেউ অন্তঃস্বত্বা হয়, সেক্ষেত্রে হবু মা ও অনাগত সন্তান দুজনেই ঝুঁকির মুখে পরতে পারে।
সাত, মহাকাশে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো ছোঁয়াচে। প্রেগন্যাণ্ট মহিলাদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়েগুলো খুবই মারাত্মক।
আট, প্রেগন্যাণ্ট অবস্থায় নারীদেহে হরমোনের তারতম্য ঘটে। রোগ প্রতিরোধ অবস্থা নড়বড়ে হয়ে যায়। মহাকাশে অন্তঃস্বত্বা হলে এই সব বিষয়গুলো আরও বেশি ভয়ানক হয়ে ওঠে।
ভবিষ্যতে কি শারীরিক মিলন করা যাবে?
ভবিষ্যতে মহাকাশে যৌন মিলন করা যাবে। সেই লক্ষ্যেই কাজ করছে মহাকাশ সংস্থাগুলো। কারণ আজ থেকে কিছু বছর পর আরও দীর্ঘ সময়ের জন্য মহাকাশে পাঠানো হবে মহাকাশচারীদের। সেক্ষেত্রে দীর্ঘ দিন শারীরিক মিলন না করে থাকাটা অসম্ভব। এই বিষয়টি বিবেচনা করেই শারীরিক মিলনের ব্যবস্থা করছে মহাকাশ সংস্থাগুলো। কীভাবে মধ্যাকর্ষণ শূন্য মহাকাশে ঘনিষ্ঠ হওয়া যায়, কোন পজিশনে মহাকাশে সঙ্গম করা সম্ভব সেই নিয়েই চলছে বিস্তর গবেষণা। শোনা যাচ্ছে, মহাকাশে কোনও ঝঞ্জাট ছাড়া যাতে শারীরিক মিলন ঘটানো যায়, সেই জন্য মেশিন তৈরির পরিকল্পনাও করছে বিজ্ঞানীরা।
Leave a Reply