বুক ফুলিয়ে চাঁদের পাড়ায় চন্দ্রযান ৩! পাঠিয়ে দিল চাঁদের ছবি, দুর্লভ, অপূর্ব!
চাঁদের পাড়ায় ঢুকেই
প্রথমবার চাঁদের ছবি পাঠাল
চন্দ্রযান ৩!
দুর্লভ, অপূর্ব!
স্পষ্ট চাঁদের রুপ ও গঠন!
একেবারে কোটি টাকার দৃশ্য!
চাঁদের মাটিতে পা রাখেনি
তার আগেই বড়সড় বাজিমাত!
কেমন দেখতে চাঁদকে?
প্রকাশ্যে ভিডিও
চাঁদের পাড়ায় ঢুকে পড়েছে চন্দ্রযান ৩। তবে চাঁদের মাটিতে এখনও পা রাখেনি। তার আগেই বড়সড় খেল দেখাল চন্দ্রযান ৩। চাঁদের বুকে ল্যান্ড করার আগেই দেখিয়ে দিল চাঁদের একখণ্ড নজরকাড়া রুপ। সামনে নিয়ে এলো ৪৫ সেকেন্ডের একটি ভিডিও। যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, চাঁদের গঠনশৈলী। যা দেখে আপ্লুত সমগ্র ভারতবাসী। ভারতীয় মহাকাশ সংস্থা, চন্দ্রযান ৩ সাহায্যে ধারণ করা সেই দুর্লভ ৪৫ সেকেন্ডের ভিডিওটি সামনে নিয়ে এসেছে। অপূর্ব সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, নীলচে, ধূসর রঙে ঢাকা চাঁদের শরীর, সঙ্গে রয়েছে বেশ কিছু ক্ষত। ভিডিওটিতে চন্দ্রযান ৩ এর সোনালি রঙের কিছুটা অংশও দেখা যাচ্ছে।
এই দৃশ্য আশা বাড়িয়ে দিচ্ছে বিজ্ঞানীদের। তাদের বিশ্বাস, চন্দ্রযান ৩ এবার আর নিরাশ করবে না। সলফভাবে চাঁদের মাটিতে ল্যান্ড করতে সক্ষম হবে। আগের দুবারের মিশন ব্যর্থ হওয়ায়, মনে মনে সংশয় দানা বেঁধেছিল, ভারত কি পারবে চাঁদের মাটিতে ল্যান্ড করতে! অবশেষে সেই দ্বিধা কাটিয়ে দিল চন্দ্রযান ৩। কারণ ইতিমধ্যে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ৩। চাঁদের আকর্ষণ বলের টানও অনুভব করছে চন্দ্রযান ৩। দাবি ইসরোর। এবার ধীরে ধীরে গতি আয়ত্তে রেখে পাখির পালকের মত করে চাঁদের মাটিতে চন্দ্রযানকে ল্যান্ড করানোর পালা। ৬০০ কোটির এই মিশন একবার সফল হলেই ধন্য ধন্য হবে ভারতে নাম। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের নজির গড়বে ভারত। ভারতের মুকুটে যুক্ত হবে নতুন পালক। গোটা বিশ্বজুড়ে আলোড়িত হবে ভারত।
Leave a Reply