বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করল মমতা! টার্গেট বেশ কিছু গ্রাহক, সরকারের সাথে চালাকি করায় চরম শাস্তি!

বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করল মমতা! টার্গেট বেশ কিছু গ্রাহক, সরকারের সাথে চালাকি করায় চরম শাস্তি!

বিনামূল্যে রেশন দেওয়া
বন্ধ করল মমতা!
টার্গেট বেশ কিছু গ্রাহক!

যাদের রেশন দেওয়া
চিরতরে নিষিদ্ধ!

আর পাবে না
চাল, ডাল, গম!

সরকারের সাথে
চালাকি করায় চরম শাস্তি!
ঠিক কি ঘটেছে?

বিনামূল্যে রেশন পেয়ে যারা সংসার চালাতেন, এবার তাদের কপালে শনির দশা। রীতিমত কপাল চাপড়াতে চলেছেন তারা। কারণ পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা শুনলেই আঁতকে উঠবেন অনেকেই। এবার থেকে বিনামূল্যে রেশন পাওয়ার দিন শেষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন থেকে আর পাওয়া যাবে না ফ্রি রেশন। হঠাৎ কেন বন্ধ হয়ে যাচ্ছে রেশন?

সম্প্রতি রাজ্যজুড়ে ব্যাপক হারে বেড়েছে রেশন দুর্নীতি। অনেক অসাধু ব্যক্তি রেশন কার্ডকে অনৈতিকভাবে ব্যবহার করছে। রমরমিয়ে চলছে অবৈধ রেশন কার্ডের কারবার। রেশন ব্যবস্থার আনাচে কানাচে দুর্নীতি ঢুকে পড়েছে। এর ফলে যারা বৈধ উপভোক্তা তাদেরও হেনস্থার শিকার হতে হচ্ছ। এই সমস্ত দিক বিবচেনা করেই, কড়া উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। এবার বেছে বেছে বাদ দেওয়া হয়েছে নকল ও অবৈধ রেশন কার্ড। মোট ২ কোটি রেশন কার্ড বাদ পড়েছে। এই ২ কোটি রেশন কার্ডের মধ্যে দেখা গিয়েছে, কারো কারো নামে একাধিক রেশন কার্ড, আবার অনেকেই বেঁচে নেই তাদের নামেও রেশন কার্ড। অর্থাৎ জালিয়াতিতে ভরপুর রেশন পরিষেবা। তাই দেরী না করেই বাছাই করা ২ কোটি রেশন কার্ড সরাসরি ক্যান্সেল করেছে রাজ্যের খাদ্য মন্ত্রী। এই ২ কোটি রেশন কার্ডের উপভোক্তারা আর রেশন পাবেন না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বৈধ রেশন কার্ডের সংখ্যা ৮ কোটি ৮০ লক্ষ। প্রথমে এই সংখ্যা ছিল ১০ কোটি ৭০ লক্ষ। ভুয়ো রেশন কার্ড বাদ দিতেই কমে যায় এই সংখ্যা।

খাদ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতা। নতুন এই পদক্ষেপের ফলে রাজ্য সরকারের ৩,৬০০ কোটি টাকা বেঁচে যাবে মনে করছেন বিশেষজ্ঞদের।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *