দুর্গাপূজোর আগেই সুখবর শোনাল মমতা! তৈরি করছে নতুন শপিং মল, যার কাছে ফেল সাউথ সিটি থেকে কোয়েস্ট
দুর্গাপূজোর আগেই
সুখবর শোনাল মমতা!
তৈরি করছে নতুন
শপিং মল!
যেখানে মিলবে
সব রকমের জিনিস!
এক্কেবারে জলের দরে!
যার ধারে কাছে নেই
সাউথ সিটি থেকে কোয়েস্ট!
কোথায় তৈরি হচ্ছে এই মল?
কবে থেকে চালু হবে?
কলকাতার শপিং মল বলতেই সবার প্রথমে আসে সাউথ সিটি মল, কোয়েস্ট মল, এক্রোপলিস মল। জনপ্রিয়তা ও চাহিদার দিক থেকে রমরমিয়ে চলছে এই শপিং মলগুলো। এবার এই মলগুলোর দাপট শেষ হওয়ার পালা। এদেরকে টেক্কা দিতেই মুখ্যমন্ত্রী তৈরি করছে আরও বড় একটি শপিং মল। যার কাছে পাত্তাই পাবে না শহরের বড় বড় মলগুলো। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে শপিং মল তৈরির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার উপর ভিত্তি করেই এবার পশ্চিমবঙ্গ সরকার একটি শপিং মল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যান্য শপিং মলের মতই লাক্সারিয়াস ও নজরকাড়া নির্মাণশৈলী ব্যবহৃত হবে এই মলটিতে। শপিং মলটিতে ৩৬টি স্টল থাকবে। পরে স্টল সংখ্যা বাড়ানো হতে পারে। তবে শপিং মলটি কত তলা হবে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। সূত্রের খবর মলটির নির্মাণ খরচ পড়বে ১৫৯ কোটি।
মলটিতে অন্যন্য শপিং সেন্টারের মত সবই পাওয়া যাবে। তবে এই মলটি একটু আলাদা হবে। কারণ এখানে বাংলার মানুষের হাতের তৈরি বিভিন্ন শিল্প দ্রব্যও পাওয়া যাবে। মূলত দেশীয় জিনিসের উপর বেশি জোর দেওয়া হবে। জিনিসপত্রের দাম তুলনামুলক অনেক কম হবে। GI তকমা যুক্ত জিনিসপত্র সস্তায় পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের জিনিসপত্র ও কারিগরদের সামগ্রীও মিলবে এখানে । এক্রোপলিস মলের পাশে অর্থাৎ ইএম বাইপাসের ধারে মলটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। কবে মলটির নির্মাণ কাজ শুরু হবে ও চালু হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
Leave a Reply