ট্রেনের বাথরুমে রহস্যজনক আজব শব্দ! মানুষের আওয়াজ নয়, তাহলে কার আওয়াজ?

ট্রেনের বাথরুমে রহস্যজনক আজব শব্দ! মানুষের আওয়াজ নয়, তাহলে কার আওয়াজ?

ট্রেনের বাথরুমে
আজব শব্দ!

রহস্যজনক,অদ্ভুত!
বিদঘুটে!

মানুষের আওয়াজ নয়!
তাহলে কার আওয়াজ?

আতঙ্কে যাত্রীরা!
দরজা খুলতেই
চক্ষু চড়কগাছ!

দুরন্ত গতিতে ছুটছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ভারতের জনপ্রিয় একটি ট্রেন। এবার এই ট্রেনেই ঘটল হাড়হিম করা কাণ্ড। যা শুনলেই শিউরে উঠবেন। কাঞ্চনকন্যা ট্রেনের বাথরুমের ভিতর থেকে ভেসে এলো অদ্ভুত এক শব্দ। এমন আজব শব্দ যাত্রীরা কখনও শোনেনি। রহস্যজনক এই শব্দ মানুষেরও নয়! মানুষের কণ্ঠস্বর থেকে একেবারে আলাদা! ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। বাথরুমে কি আছে দেখার সাহস পাচ্ছিন না উপস্থিত যাত্রীরা। সকলেরই মনে তখন কুডাক! কি চলছে বাথরুমের ভেতর! কে আছে ভিতরে? মানুষ নাকি অন্য কিছু?

তড়িঘড়ি ছুটে আসে রেল পুলিশ। বাথরুমের ছিটকিনি খুলতেই চক্ষু চড়ক গাছ। যা দেখা গেল বিশ্বাসই করতে পারবেন না। দরজা খুলতেই দেখা গেল, বাথরুমের ভিতরে বন্দি অবস্থায় পাওয়া পাখি ও তিনটি কুকুর। যা দেখে ভয় কাটে যাত্রীদের। হাঁফ ছেড়ে বাঁচে, ভয় কাটে। নইলে ভূত প্রেতের ভয়ে প্রাণ যাচ্ছিল সকলের। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয়, বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে, শিলিগুঁড়ি থেকে কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। বনকর্মীরা এসে উদ্ধার করে পাখি ও তিনটি কুকুর ছানাকে। এক্সপ্রেসের ট্রেনের ভিতরে কীভাবে কুকুর ও পাখি এলো সেই নিয়েই শোরগোল পড়ে যায়। তথ্য সূত্রে দাবি, চোরা শিকারিরা সেই পাখি ও কুকুরগুলো বিক্রির উদ্দেশ্যেই ট্রেনের বাথরুমে লুকিয়ে রেখেছিল। আর এই সম্পূর্ণ ঘটনাটি আগে থেকেই খবর জানতে পেরেছিল বনদপ্তর।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *